পরিচালকের পাড়াতেই ছবির মহরত
RBN Web Desk: সুখী দাম্পত্যে তৃতীয়জনের প্রবেশ, ছোট্ট সন্তানের ওপর কতটা প্রভাব ফেলে এবং তার থেকে উত্তরণের পথটা ঠিক কেমন, এরকমই একটি বিষয় নিয়ে পরিচালক জয়প্রকাশ তৈরি করছেন তাঁর প্রথম বাংলা ছবি ‘দিবা-রাত্রি’, যার হিন্দি নাম অবশ্য ‘Day-Night’। হিন্দি এবং বাংলা, দুই ভাষাতেই হবে ছবির শুটিং।
বর্তমানে মুম্বইবাসী হলেও জয়প্রকাশ আসলে বাংলার মানুষ। সম্প্রতি উত্তর কলকাতার টালার কাছে পরিচালকের পুরনো পাড়াতেই হয়ে গেল ছবির মহরত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির দুই গুরুত্বপূর্ণ মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত ও কৌশিক সেন। এছাড়াও ছিলেন কমলিকা চন্দ্র, অনামিকা সাহা, বিনায়ক ত্রিপাঠি, সৃজনী মিত্র মুস্তাফি, বিশাল ও অন্যান্যরা।
আরও পড়ুন: ৩১ বছর পর বাংলা ছবিতে কানওয়ালজিৎ
ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে জয়প্রকাশ বললেন, “এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল। তাই আজ আবার এখানে এসেই শুরু করলাম।”
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা এবং ঋতুপর্ণা। কথায়-কথায় ফিরে এল পুরনো দিনের শুটিংয়ের গল্প।
ছবির উপস্থাপক জিতেন্দ্র ও সরিতা সিংহল এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ডিজিটাল (ওটিটি) প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহ, দুই মাধ্যমেই মুক্তি পাবে ছবিটি।
অতিমারি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পুরোপুরি নির্মূল না হলেও সুস্থতার হার এখন অনেকটাই বেশি। অন্য সবকিছুর মতো ছাড় মিলেছে বিনোদনের ক্ষেত্রেও। প্রেক্ষাগৃহে গিয়ে পাশাপাশি বসে ছবি দেখাতেও নেই কোনও কড়াকড়ি। তাই দীর্ঘ আট মাসের অনিশ্চয়তা পেরিয়ে মানুষ আবার হলমুখী হবেন এমনটাই আশা করছেন সকলে।
ছবি রাজীব মুখোপাধ্যায়