বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
চমকে দেওয়া অভিনয়
বিদেশী ছবি ‘স্লিপিং উইথ দ্য এনিমি’ অবলম্বনে ১৯৯৬ সালে চিরঞ্জিৎ চক্রবর্তী পরিচালনা করেন ‘ভয়’। সেই ছবিতে সৌমিত্রর অভিনয় চমকে দিয়েছিল বাংলা ছবির দর্শককে। ভয় এবং সৌমিত্রর অভিনয় যেন একে অপরের প্রতিশব্দ হয়ে ওঠে সেই ছবিতে।