টেলিভিশনের পর্দায় ফিরছেন সৌমিত্র
RBN Web Desk: বহু বছর পর বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সপ্তাহান্তে সম্প্রচারিত এক নতুন সিরিজ়ে অভিনয় করতে চলেছেন তিনি। আধিভৌতিক ও রহস্য-রোমাঞ্চ গল্প নিয়ে তৈরি এই সিরিজ় পরিচালনা করবেন সুমন দাস।
ইদানিং তাঁকে ছোট পর্দায় দেখা না গেলেও, আশির দশকে এবং তার পরেও টেলিভিশনে নিয়মিত অভিনয় করেছেন সৌমিত্র। তাঁর অভিনীত ‘দেনা পাওনা’ ও ‘সলিউশন এক্স’ ধারাবাহিক দুটি বিশেষভাবে উল্লেখ্য। পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্টি ফেলুদার ভূমিকাতেও দেখা গেছে তাঁকে, বিভাস চক্রবর্তি পরিচালিত ‘গোলকধাম রহস্য’ ও ‘ঘুরঘুটিয়ার ঘটনা’ গল্পে।
আলগা করে রাখা হয়েছিল নাক: সন্দীপ রায়
সুমন পরিচালিত নতুন এই ধারাবাহিকে সৌমিত্রর পাশাপাশি দেখ যাবে সব্যসাচী চক্রবর্তী, দেবেশ রায়চৌধুরী, সুপ্রিয় দত্ত, শুভাশিস মুখোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়ের মত অভিনেতাদের। শোনা যাচ্ছে, আপাতত চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত সুমন, শ্যুটিং শুরু হবে সেটা শেষ হলেই।