শেষ দৌড়ে সত্যিই পড়ে গেছিল বব বিশ্বাস, জানালেন শাশ্বত
RBN Web Desk: ‘কাহানি’ (Kahaani) ছবিতে বব বিশ্বাসের (Bob Biswas) শেষ দৌড়ের দৃশ্যে পড়ে যাওয়ার ব্যাপারটা আচমকাই ঘটে গেছিল বলে জানালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। পরিচালক সুজয় ঘোষের (Sujoy Ghosh) ছবিতে বব বিশ্বাসের চরিত্রটিকে প্রায় কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছিলেন শাশ্বত। ২০১২ সালে মুক্তি পায় ‘কাহানি’। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই হিন্দি ছবিতে শ্বাশ্বত ছাড়াও অভিনয় করেছিলেন বিদ্যা বালন (Vidya Balan), আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় ও নওয়াজ়উদ্দিন সিদ্দীকী (Nawazuddin Siddiqui)।
অন্যতম সেরা ভারতীয় সাসপেন্স থ্রিলার ছবি হিসেবে ‘কাহানি’কে গণ্য করা হয়। ছবিতে সিরিয়াল কিলার বব বিশ্বাসের চরিত্রে ছিলেন শাশ্বত। নামমাত্র সংলাপ বলে একের পর এক খুন করে চলা চরিত্রটি শুধুমাত্র অভিনয়ের গুনে কাল্ট তকমা পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত জানালেন, বব চরিত্রটিকে তিনি এবং সুজয় পরিকল্পিতভাবে নিরীহদর্শন করতে চেয়েছিলেন। তিনি জানান, একজন নেগেটিভ চরিত্রের লোককে দেখে যদি মনে হয় সে খারাপ, তাহলে সে সত্যিই খারাপ লোক হয় কী করে! কাজেই তার চেহারা এমন হতে হবে যার দিকে কেউ ফিরেও তাকাবে না। যে খুন করার পর ভিড়ে মিশে গেলেও পুলিশ তাকে খুঁজে পাবে না।
আরও পড়ুন: কী বলবে সেন্সর? জানেন না রাজর্ষি
ববের চরিত্রটা ছিল একজন আনফিট লোকের, জানালেন শাশ্বত। তাঁর শরীরে কৃত্রিম পেট লাগানো হয়েছিল, ফলে দৌড়তে এমনিই সমস্যা হচ্ছিল। তবে শেষের দৃশ্যে গাড়ির হাতল ধরতে গিয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা শাশ্বতকে অভিনয় করতে হয়নি। শট চলাকালীন তিনি আচমকা রাস্তায় পড়ে গেছিলেন। মূল চিত্রনাট্যে ছিল, পালাতে গিয়ে চলমান একটি গাড়িতে উঠে পড়বে বব আর ঠিক সেই মুহূর্তে উল্টোদিক থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মারবে, কিন্তু শাশ্বত পড়ে যেতে সুজয় সেখানেই ক্যামেরা থামিয়ে দেন। সেই মুহূর্তে আগের থেকে ঠিক করা শটটি বাতিল করে দৃশ্যটি নতুনভাবে সাজান সুজয়। দেখানো হয়, বব পড়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে সামনে তাকাবে আর সেই সময় একটা ট্রাক এসে তাকে পিষে দেবে।
ছবি: ইউটিউব