‘মেমসাহেব’-এ থাকছেন না প্রসেনজিৎ
RBN Web Desk: ‘মেমসাহেব’-এ থাকছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ মাসের শুরুতে ছবিটি ঘোষণা করেন পরিচালক উজ্জ্বল বসু। শোনা গিয়েছিল ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র অমিতের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ। এর আগে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ‘দুধপিঠের গাছ’ পরিচালনা করেছিলেন উজ্জ্বল।
আজ থেকে ষাট দশকেরও বেশি আগে প্রকাশিত হয় নিমাই ভট্টাচার্যের লেখা ‘মেমসাহেব’ উপন্যাস। এরপর ১৯৭২ সালে এই উপন্যাস অবলম্বনে একই নামের ছবি তৈরি করেন পিনাকী মুখোপাধ্যায়। ছবির নামভূমিকায় ছিলেন অপর্ণা সেন। অমিতের চরিত্রে ছিলেন উত্তমকুমার। বই ও ছবি, দুটোই সাংঘাতিক জনপ্রিয় হয়।
আরও পড়ুন: ফেলু-ব্যোমকেশের পর এবার কি হোমসের ছড়াছড়ি?
উজ্জ্বল জানিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে নির্মিত হবে তাঁর ছবি।
শোনা যাচ্ছে, প্রসেনজিৎ এখন একাধিক ছবি নিয়ে ব্যস্ত। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ ছাড়াও রাজা চন্দ পরিচালিত একটি কমেডি ছবিতে অভিনয় করবেন তিনি। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবিতেও অভিনয় করার কথা প্রসেনজিতের। সেক্ষেত্রে এটি হবে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি। মুম্বইয়ে একাধিক ওয়েব সিরিজ় নিয়েও তাঁর কথাবার্তা চলছে। তাই উজ্জ্বলের ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রসেনজিৎ, এমনটাই শোনা যাচ্ছে।