অতীত ও রহস্যের ধোঁয়াশা নিয়ে আসছে ‘শব্দজব্দ’

কলকাতা: মাঝে আর মাত্র একটা দিন। ট্রেলারেই বেশ সাড়া ফেলে দিয়েছে পরিচালক সৌরভ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ় ‘শব্দজব্দ’। গতকাল শহরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালকসহ ‘শব্দজব্দ’র অভিনেতা-অভিনেত্রী ও  কলাকুশলীরা। সাইকোলজিক্যাল এই থ্রিলারে অভিনয় করেছেন রজত কাপুর, পায়েল সরকার, মুমতাজ সরকার, সুব্রত দত্ত, কঙ্কনা চক্রবর্তী, সলোনি পান্ডে, কৌশিক রায় ও সৌরভ নিজে।

‘শব্দজব্দ’র গল্পটা ঠিক কী নিয়ে?

সৌগত সিনহা (রজত) একজন জনপ্রিয় লেখক। স্ত্রী অদিতি (পায়েল) ও মেয়ে রাকাকে (সলোনি) নিয়ে সে লস এঞ্জেলেসে থাকে। দেশে থাকতে লেখক হিসেবে তেমন পরিচিতি পায়নি সৌগত। তার প্রথম উপন্যাস ‘আফটার ডেথ’ সেভাবে চলেনি। কিন্তু দ্বিতীয় উপন্যাস ‘ডেথ কেস’ থেকে হঠাৎ করেই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। বেস্টেসেলার তালিকায় উঠে আসে এই থ্রিলার উপন্যাস। ভারতীয় চরিত্রদের নিয়ে ইংরেজিতে লেখা সৌগতর উপন্যাসগুলোয় মৃত্যু আসে নানাভাবে। বলা যায় মৃত্যুই সৌগতর প্রিয় বিষয়।

এদিকে তার তৃতীয় উপন্যাস প্রকাশিত হওয়ার আগেই মুম্বইয়ের এক বিখ্যাত প্রযোজনা সংস্থা সৌগতর গল্প কিনে নেয় প্রায় পাঁচগুণ বেশি দাম দিয়ে। পরিবারকে নিয়ে কলকাতায় ছুটি কাটাতে আসে সৌগত। এখানে এসে সুলগ্না (মুমতাজ) নামের একটি মেয়ের সঙ্গে দেখা হয় তার। এরপরই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত, গা ছমছমে ঘটনা। কে এই সুলগ্না? সে কী সৌগতর অতীতের কোনও কথা জানে? এসব প্রশ্নেরই উত্তর খুঁজবে ‘শব্দজব্দ’।

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

“এই মুহূর্তে বেশ নার্ভাস লাগছে,” বললেন সৌরভ। “রান্নাটা তো সেরে ফেলেছি। প্লেটেও সাজানো হয়ে গেছে। এখন আর ঝাল নুন ঠিক করে দেওয়ার মতো অবস্থায় নেই। তবে গল্পটা একটু অন্যধরণের। তাই দর্শকদের কেমন লাগবে সেই নিয়ে একটা টেনশন তো আছেই।”

এই সিরিজ়ের অন্যতম মুখ্য ভূমিকায় রজতকে নির্বাচন করার কারণ হিসেবে সৌরভ জানালেন, “চরিত্রটায় বহুদিন বিদেশে থাকার ছাপ আর বিভিন্ন পরিস্থিতিতে নানারকম বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ছিল। আর আমি রজতজীর ফ্যান। তাই প্রথমে ওঁর কথাই মাথায় আসে। সেটা যে সত্যি হবে ভাবিনি। তবে ওনাকে নেওয়ার ব্যাপারে আমার গোটা টিম আমাকে সাহায্য করেছিল। উনি অবশ্য এক কথায় রাজি হয়ে গেছিলেন।”

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

রজত জানালেন যে চিত্রনাট্যটা পড়ে তাঁর খুব পছন্দ হয়েছিল। “সৌগত লোকটাকে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল,” রেডিওবাংলানেট-কে বললেন রজত। “থ্রিলারে অভিনয় করতে তো সবসময়ই ভালো লাগে। তাছাড়া বাস্তব আর হ্যালুসিনেশনের মাঝে দাঁড়িয়ে ‘শব্দজব্দ’-এর গল্পটা খুব নতুন লেগেছিল। সৌরভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো। তবে কোনও চরিত্রে অভিনয়ের জন্য আগে থেকে প্রস্তুতি থাকে না আমার। যা হওয়ার সেটা ক্যামেরা চালু হলে আপনিই হয়ে যায়।”

‘শব্দজব্দ’তে একটি ষোল বছরের মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন পায়েল। “এখানে একটা মেয়ের মা হওয়াটা গল্পের এক শতাংশ বলা যেতে পারে। বাকি গল্পে অদিতির ভূমিকা এতটাই অন্যরকম যে চরিত্রটা শুনেই আমি রাজি হয়ে যাই,” বললেন পায়েল।

আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে

নিজের অভিনীত চরিত্র নিয়ে উচ্ছসিত মুমতাজ। “সুলগ্নার মধ্যে কিছু ভৌতিক ব্যাপার যেমন আছে, তেমনই মানবিক আবেগও রয়েছে। বেশ কয়েকটি দৃশ্যে এই প্রথমবার স্টান্ট করলাম আমি। এছাড়া কিছু অদ্ভুত মেকআপও আছে। সব মিলিয়ে সিরিজ়টা নিয়ে আমি খুবই আশাবাদী,” বলেলন মুমতাজ।

‘শব্দজব্দ’তে শব্দ দিয়ে জব্দ করার কাজটা সৌগতর বন্ধু অমিতাভর চরিত্রে থাকা সুব্রতকে দিয়েই শুরু হচ্ছে। “বলা যায় প্রথম চালটা আমিই দিচ্ছি,” বললেন সুব্রত। “অমিতাভর সঙ্গে এই পরিবারের তিনজনের তিনরকম সম্পর্ক। সেটার কিছু কারণ আছে। আসলে তো সকলেই মুখোশ পরে থাকে, কিন্তু এই গল্পে সেই মুখোশটা খুলে যাচ্ছে। এটুকু বলতে পারি সিরিজ়ের নামটা যেমন ‘শব্দজব্দ’, গল্পেও তেমনই কিছু থাকবে।” 

নতুন এই সিরিজ়ের প্রথম গান ‘বোকা পাহাড়’ মুক্তি পেল গতকাল। অমিত বোস ও যশ গুপ্তার সুরে গানটি গেয়েছেন প্রজ্ঞা। 

অতীত ও রহস্যের ধোঁয়াশা নিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ‘শব্দজব্দ’-এর সম্প্রচার। 

ছবি: গার্গী মজুমদার

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *