২৫০ পেরোলো ‘শ্রীময়ী’, আসছে নতুন চরিত্র
RBN Web Desk: ২৫০ পর্ব পেরোলো জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’। ২০১৯ সালের জুন মাসে সম্প্রচার শুরু হয় এই ধারাবাহিকটির। শুরুর পর থেকেই ‘শ্রীময়ী’র টিআরপি উর্ধগামী। এ সপ্তাহে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক আরবান ১৫+ টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘শ্রীময়ী’।
এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রানী হালদার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক, চিত্রা সেন ও ঊষসী চক্রবর্তী।
আরও পড়ুন: মহাকাশ যাত্রা ও রুদ্ধশ্বাস থ্রিলারের কোলাজ নিয়ে আসছে ‘দিন রাত্রির গল্প’
তবে ২৫০ পর্ব পেরোনোর পর এবার ‘শ্রীময়ী’-তে শুরু হতে চলেছে নতুন ট্র্যাক। ধারাবাহিকে আসছে নতুন চরিত্র। গল্পে দেখা গেছে যে বিবাহবিচ্ছেদের পর একটি সমাজসেবামূলক সংগঠনে যোগ দিয়েছে শ্রীময়ী। সেই সূত্রেই এবার ধারাবাহিকে আসতে চলেছে শ্রীময়ীর প্রাক্তন প্রেমিক রোহিত সেন। রোহিত এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক। তবে রোইিতের সঙ্গে শ্রীময়ীর দেখা হওয়ার কথা বিলেতে। তাই এপ্রিলের শুরুতে বিলেতে শুটিং করতে যাচ্ছে টিম ‘শ্রীময়ী’।