কলকাতার প্রেক্ষাপটে কোনও ছবি পেলে দ্বিতীয়বার ভাবব না: ভিকি
কলকাতা: এই শহরের প্রেক্ষাপটে কোনও ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে তিনি দ্বিতীয়বার ভাববেন না, এমনটাই বললেন বর্তমানে হিন্দী ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। আজ শহরের এক প্রেক্ষাগৃহে সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি ও পরিচালক ভানু প্রতাপ সিং। ভানুর ‘ভূত: দ্য হন্টেড শিপ’ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ভিকি। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকর ও আশুতোষ রাণা।
“কলকাতায় এর আগে আমি একবারই এসেছি,” বললেন ভিকি। “তবে সেটা খুব অল্প সময়ের জন্য। এবারও যে খুব বেশি সময় থাকব তা নয়। আমি এখন কলকাতায় যে হোটেলে থাকছি, সেখানে অভিষেক বচ্চনও রয়েছেন। আমি অভিষেককে বলছিলাম, ও খুব ভাগ্যবান যে এই শহরে একাধিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছে।”
কলকাতার স্থাপত্য এবং এই শহরের মানুষজন বিশেষভাবে আকৃষ্ট করে তাঁকে। “পুরোনো ও নতুনের এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে এই শহরে। তাই এখানে কোনও ছবির প্রস্তাব এলে চিত্রনাট্য না পড়েই রাজি হয়ে যাব,” বললেন ভিকি।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
“‘ভূত: দ্য হন্টেড শিপ’-এর চিত্রনাট্য ভিকিকে পাঠানোর পর ও হ্যাঁ-না কিছুই বলেনি,” জানালেন ভানু। “দু-তিনদিন পর আমি ওকে টেক্সট মেসেজ করি। ও তখনও কোনও উত্তর দেয়নি। আমি বেশ উৎকণ্ঠায় ছিলাম। একদিন অনেক রাতে একা আমার অফিসে এসে ভিকি জানায় ও ছবিটা করবে।”
এই ছবিতে কাজ করতে গিয়ে গুরুতর জখমও হন ভিকি। “গুজরাটের অলংয়ে, বিশ্বের বৃহত্তম জাহাজ ভাঙার কারখানায় শুটিং করছিলাম আমরা। দৌড়ে এসে জাহাজের একটি দরজা জোরে টেনে খোলার দৃশ্যে অভিনয় করছিলাম আমি ও এক সহঅভিনেতা। আমি টান দিতেই দরজাটা খুলে আমার মুখের ওপর পড়ে। ডান চোখের নীচে তেরোটা সেলাই করতে হয়েছিল,” জানালেন ভিকি।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
২০১১ সালে মুম্বইয়ের জুহুতে একটি পণ্য পরিবহনকারী জাহাজ ভাসতে-ভাসতে জল থেকে সমুদ্রতটে উঠে আসে। অনুসন্ধান করে দেখা যায় সেই জাহাজে কোনও মানুষ ছিল না। সেই ঘটনা অবলম্বনেই ‘ভূত: দ্য হন্টেড শিপ’ পরিচালনা করেছেন ভানু। ছবিতে সার্ভেয়িং অফিসার পৃথ্বীর চরিত্রে দেখা যাবে ভিকিকে।
২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ভূত: দ্য হন্টেড শিপ’।