শহরে ভিন্ন স্বাদের বাদাম, মুক্তি পেল ট্রেলার

RBN Web Desk: বাংলার বাদাম এখন আন্তর্জাতিক। কারণটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। তবে কাঁচা বাঁদাম অতীত। এবার শহর মাতাতে আসছে ‘চিনে বাদাম’। না, এর আমদানি চিন থেকে নয়। কাঁচা কিংবা ভাজা, কারও সঙ্গেই এর কোনও সম্পর্ক নেই। নামের মিল নিতান্তই কাকতালীয়। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে মুক্তি পেল পরিচালক শিলাদিত্য মৌলিকের পরবর্তী ছবি ‘চিনে বাদাম’-এর ট্রেলার। শিলাদিত্য ছাড়াও উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত, এনা সাহা ও আরও অনেকে।

‘চিনে বাদাম’-এর গল্পটা কী নিয়ে?

এ বিষয়ে শিলাদিত্য রেডিওবাংলানেট-কে জানালেন যে বছর দুয়েক আগে ছবিটির ভাবনা, নামকরণ করা হয়। ছবির শ্যুটিংয়ের কাজও শেষ। “গল্পটা এই সময়ের সম্পর্ক নিয়ে। মানুষ ভীষণ প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। জীবনটা ক্রমশ মুঠোফোনে সীমাবদ্ধ হচ্ছে। সেখানে ‘চিনে বাদাম’ হলো একটি অ্যাপ যা বিভিন্ন প্রান্তের একা মানুষদের একত্রিত করে। এই অ্যাপে বন্ধু পাওয়া যায়,” জানালেন পরিচালক।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

ছবির নামকরণ প্রসঙ্গে শিলাদিত্য জানালেন, “একসময় চিনে বাদাম মানুষের জীবনে অনেক ভালোবাসার মুহূর্ত তৈরি করেছিল। আজ ফাস্টফুডের দাপটে তার স্বাদ অনেকটাই ফিকে হয়ে গেছে। হারিয়ে গেছে পাশাপাশি বসে একই ঠোঙা থেকে দুটি হাতের দুটো আঙুল দিয়ে  একটার পর একটা বাদাম ভাগ করে নেওয়ার গল্পগুলোও। সেই নস্ট্যালজিয়া ফিরিয়ে আনতেই ছবির এহেন নামকরণ।



এই প্রথমবার জুটি বাঁধলেন যশ ও এনা। অভিনয়ের পাশাপাশি প্রযোজকের দায়িত্বও সামলেছেন এনা। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম তৃষা। ”প্রযোজকের কাজটা খুবই চ্যালেঞ্জিং,” বললেন এনা। “আমি চেষ্টা করছি নিজের সবটুকু দিতে এই নতুন দায়িত্বে। খুব সকালে কলটাইম থাকতো, কাজ শেষ হতেও বেশ দেরি হতো। ঘুমোনোর সময় পেতাম না। শ্যুটিং শেষ করে টিমের সঙ্গে বসতে হতো। পরের দিন ইউনিটে কোথায় কী লাগবে, কত খরচ হবে সেই সব ঠিক করতে হতো। তবে পুরো বিষয়টা খুব উপভোগ করেছি।”

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

ছবির একটি গান ‘হারিয়ে যাও যদি ভিড়ে’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন সৌম্য ঋত, গেয়েছেন অনুপম রায় ও মেখলা দাশগুপ্ত।

পাহাড় শিলাদিত্যের খুবই প্রিয়। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হৃৎপিণ্ড’-এর একটা বড় অংশের শ্যুটিং হয়েছে অরুণাচল প্রদেশে। কলকাতা ছাড়াও কাশ্মীরে হয়েছে ‘চিনে বাদাম’-এর শ্যুটিং।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

ছবিতে চিনে বাদাম নামক অ্যাপটির স্রষ্টা ঋষভের ভূমিকায় অভিনয় করেছেন যশ। শিলাদিত্যের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। যশ জানালেন, ” এটি একটি নিখাদ বন্ধুত্বের ও সম্পর্কের গল্প।  শিলাদিত্য খুবই গোছানো মানুষ। ওর প্ল্যানিং খুব ভালো। ছবি করার জন্য কোনও বাড়তি চাপ ছিল না। কাশ্মীরে যখন শুটিং হয় তখন ওখানে কারফিউ চলছিল। তবে কাজ করতে কোনও অসুবিধা হয়নি। কাজটা করেও কোনওরকম টেনশন হয়নি। খুবই ভালো অভিজ্ঞতা।”

শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘চিনে বাদাম’।

ছবি: অঙ্গনা ঘোষ

 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *