দুটি আসন খালি রাখবেন নন্দিতা-শিবপ্রসাদ
RBN Web Desk: করোনাকালে প্রয়াত হয়েছেন তাঁরা। তাই সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের স্মৃতির উদ্দেশ্যে ‘বেলাশুরু’ ছবির প্রিমিয়রে দুটি আসন খালি রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তাঁরা।
প্রয়াত দুই শিল্পীর শূ্ন্যস্থান অপূরণীয় বলেই মনে করেন পরিচালকদ্বয়। এর আগে ছবির ট্রেলার মুক্তির দিনও সৌমিত্র-স্বাতীলেখা নামাঙ্কিত খালি চেয়ারদুটি জানান দিচ্ছিল তাঁদের উপস্থিতি।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
দু’বছর আগে সম্পূর্ণ হয় ‘বেলাশুরু’র কাজ। তবে করোনা অতিমারীর কারণে একাধিকবার বাতিল করতে হয় ছবির মুক্তি। মাঝের দু’বছর প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘বেলাশুরু’ মুক্তির প্রস্তাব পেলেও তা নাকচ করে দেন নন্দিতা-শিবপ্রসাদ।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
সৌমিত্র ও স্বাতীলেখা ছাড়াও এই ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ ও অনিন্দ্য চট্টোপাধ্যায়।
২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’।
ছবি: গার্গী মজুমদার