‘সোয়েটার’-এর পর আবারও সম্পর্কের গল্প শিলাদিত্যর ‘হৃৎপিণ্ড’
কলকাতা: সায়েন্স কলেজের লেকচারার আর্যা। স্বামী সোমক ও বাকি সবাইকে নিয়ে তার ভরপুর সুখী সংসার। সোমক আর্যার ব্যাপারে খুবই যত্নশীল। দুজনের মধ্যে সম্পর্কও আদর্শ স্বামী-স্ত্রীর মতোই। হঠাৎ একদিন একটি দুর্ঘটনার মুখোমুখি হয় আর্যা। ঘটনাচক্রে তাকে ফিরে যেতে হয় অতীতের দিনগুলোয়। কিশোর বয়সের বন্ধু ঋকের সঙ্গে দেখা হয়ে যায় তার, ফিরে আসে তাদের পুরোনো প্রেম। কিন্তু আর্যা ও সোমকের সম্পর্কে এই প্রেম কিভাবে প্রভাব ফেলবে? তিনজনের জীবন বাঁক নেবে কোনদিকে? মস্তিষ্ক ও হৃদয়ের লড়াইয়ে জিত হবে কার?
এইসব প্রশ্নের উত্তর দিতেই আসছে শিলাদিত্য মৌলিকের পরবর্তী ছবি ‘হৃৎপিণ্ড’। তাঁর আগের ছবি ‘সোয়েটার’-এর সাফল্যের পর এক অন্য আঙ্গিকে আবারও প্রেমের ছবি তৈরি করতে চলেছেন শিলাদিত্য। ছবিতে আর্যার ভূমিকায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সোমকের ভূমিকায় দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায় ও ঋকের চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। গতকাল শহরে সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
আরও পড়ুন: মহালয়ায় ‘উমা’ নিয়ে আসছেন ঋদ্ধি
ছবির এহেন নামকরণ কেন? শিলাদিত্য জানালেন, “ছোটবেলা থেকেই আমরা ‘হৃদয়’ শব্দের সঙ্গে ভালোবাসা বা নানান আবেগকে জড়িয়ে কল্পনা করে থাকি। অন্যদিকে হৃদয় বলতে যে হৃৎপিণ্ডকে বোঝায় তা নিছকই একটি অঙ্গ বিশেষ। হৃৎপিণ্ড শব্দে কোনও কাব্য নেই। তাই হৃদয় ও হৃৎপিণ্ডের মধ্যে একটা অদ্ভুত সংশয় থেকেই যায় আমাদের মনে। সেখান থেকেই ছবির নাম হিসেবে ‘হৃৎপিণ্ড’ কথাটা উঠে আসে। দুটো শব্দের আলাদা মানে বোঝালেও আসলে একই অঙ্গকে নির্দেশ করে।”
ছবি প্রসঙ্গে অর্পিতা জানালেন, “আর্যার চরিত্রটা তার অতীত ও বর্তমানের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। চরিত্রটার মধ্যে এই দ্বন্দ্বটাকে ফুটিয়ে তোলা আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে। শিলাদিত্য যেভাবে চরিত্রটা বুঝিয়েছে সেটাই আমাকে সাহায্য করেছে আর্যাকে বুঝতে। প্রচুর আলোচনার মধ্যে দিয়ে আমরা দুজনে মিলে ঠিক করেছি আর্যাকে কিভাবে গড়ে তোলা যায়।”
আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
অর্পিতার সঙ্গে সাহেবের এটি দ্বিতীয় ছবি। এর আগে ‘ল্যাবরেটরি’তে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। “এই ছবিটা মানুষকে আলাদা এক প্রেমের গল্প শোনাবে। ছবিতে মজা আছে, সিরিয়াসনেসও আছে। চিত্রনাট্যে এই দুটোর মিশেল খুব যত্ন নিয়ে করা হয়েছে। আমার চরিত্রটাও মন আর মাথা দুটোকেই গুরুত্ব দেবে, এটুকু বলতে পারি,” জানালেন সাহেব।
“ঋকের জীবনে একটা অসম্পূর্ণ প্রেম রয়েছে,” তাঁর অভিনীত চরিত্র সম্পর্কে জানালেন প্রান্তিক। “একটা সময় সেই প্রেম ফিরে এলেও কোথাও গিয়ে এই তিনজনের মধ্যে সেটা কোনও নেগেটিভিটি নিয়ে আসে না।”
সম্পর্কের গল্প বলতেই বেশি স্বচ্ছন্দ শিলাদিত্য। তাই ‘সোয়েটার’-এর পর ‘হৃৎপিণ্ড’ও প্রেমেরই ছবি। গল্পটাও তাঁর নিজের। “’সোয়েটার’-এ যেমন প্রেমের বেদনাকে দেখানো হয়েছিল, সেটা এখানেও থাকবে। তবে গল্প বলার ভাষায় জটিলতা থাকবে না,” বললেন তিনি।
আরও পড়ুন: সত্যজিৎ ও রেলভূত
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনন্যা সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অভি মিত্র, দীপান্বিতা হাজারী, সুব্রত গঙ্গোপাধ্যায় ও প্রদীপ চক্রবর্তী। ‘সোয়েটার’-এর পর এই ছবিতেও সঙ্গীতের দায়িত্বে থাকছেন রণজয় ভট্টাচার্য।
আজ থেকে শুরু হচ্ছে ‘হৃৎপিণ্ড’-এর শ্যুটিং। কলকাতা ও অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ক্যানবন্দী করা হবে ছবিটি।