২৫ দিন পূর্ণ করল ‘গোত্র’

কলকাতা: বক্স অফিসে ২৫ দিন পূর্ণ করল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘গোত্র’। এই উপলক্ষে গতকাল দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে কেক কেটে ছবির সাফল্য উদযাপন করলেন ‘গোত্র’র সঙ্গে জড়িত কলাকুশলীরা। শিবপ্রসাদ ছাড়াও উপস্থিত ছিলেন অনসূয়া মজুমদার, নাইজেল আকারা, অম্বরিশ ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, ওম সাহানি, দেবলীনা কুমার ও কণ্ঠশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন ‘কণ্ঠ’ ছবির অভিনেত্রী জয়া আহসান ও ‘মুখার্জীদার বউ’-এর অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

‘গোত্র’র সাফল্য নিয়ে স্বভাবতই খুশী ছবির ‘মুক্তিদেবী’ অনসূয়া। “শিবু নন্দিতার ছবির বিষয়গুলোই এমন হয় যে সাধারণ মধ্যবিত্ত মানুষ তার সঙ্গে একাত্ম বোধ করে,” বললেন তিনি। “সেরকমই একটা ছবিতে আমি রয়েছি আর সেটা মানুষ এত ভালোবাসছেন এই ব্যাপারটা খুব তৃপ্তিদায়ক।”

‘গোত্র’র অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাইজেল। জানালেন, “ছবিতে একটা দৃশ্য আছে যেখানে খরাজদা (মুখোপাধ্যায়) জন্মাষ্টমীর ভোগ খেতে এসেছেন। আমি পরিবেশন করতে গেছি দেখে তিনি বলেন, অন্য ধর্মের মানুষের হাতে তিনি ভোগ খাবেন না। সম্প্রতি এরকমই একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয় যেখানে এক ব্যক্তি একটি কোম্পানির হয়ে একজনের বাড়িতে খাবার পৌঁছতে গেলে ওই ব্যক্তির ধর্ম আলাদা বলে তিনি সেই খাবার নিতে অস্বীকার করেন। আবার বয়স্কদের নিরাপত্তা নিয়ে ছবিতে যা বলা হয়েছে, সেই একই জিনিস নাকতলায় ঘটেছে কিছুদিন আগে। আমাদের পারিপার্শ্বিক চিত্রটাই ছবিতে উঠে এসেছে বারবার, মানুষ সেই কারণেই ছবিটা দেখতে আসছেন।”

আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ

‘গোত্র’র আর এক পরিচয় হয়ে উঠেছে ‘রঙ্গবতী’। এই গানের মূল নৃত্যশিল্পী ওম জানালেন, “যে কোনও নতুন জিনিস করে তার ফল ভালো হলে অবশ্যই ভলো লাগে। সেরকমই বাংলা ছবিতে একটি মাত্র গানের জন্য মানুষ আমাকে চিনছেন, এটা আমার কাছে একটা বিরাট সাফল্য। আগে অনেক ছবিতে এই ধরণের গান জনপ্রিয় হয়ে থাকলেও ‘রঙ্গবতী’ যে এভাবে মানুষের মুখে মুখে ঘুরবে সেটা সত্যিই ভাবা যায়নি।”

প্রেক্ষাগৃহে ‘গোত্র’ ২৫ দিন চলার কৃতিত্ব দর্শকদের দিলেন শিবপ্রসাদ। “ছবিটা সাফল্যের সঙ্গে বিভিন্ন হলে চলছে এবং হাউসফুল হচ্ছে,” জানালেন তিনি। “আমার ধারণা দর্শক তাঁদের বিশ্বাসকে ছবির গল্পে খুঁজে পেয়েছেন, আর সেই কারণেই তাঁরা ‘গোত্র’ দেখে প্রশংসা করছেন এবং দ্বিতীয়বার হলে এসে ছবিটা দেখছেন।”

ছবি: সবুজ দাস

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *