ঝাঁঝাল সংলাপ, নতুন লুকে পুরোদস্তুর অ্যাকশন হিরো অঙ্কুশ

কলকাতা: ‘মায়ের পেট থেকে চুল্লির গেট, সবাই শালা শেখায় শুধু নাম কামাতে। কিন্তু ইজ্জত কামাতে কেউ শেখায় না।’ চোখে চশমা, একমুখ দাড়ি। চাকুর ডগায় জ্বলতে থাকা আগুন দিয়ে সিগারেট ধরিয়ে অর্ণব ভৌমিকের লেখা সাংলাপটি বলামাত্রই তুমুল করতালিতে ফেটে পড়ল হল। পরিচিত লুক পাল্টে এবার পুরোদস্তুর অ্যাকশন হিরো হিসেবে সামনে এলেন অঙ্কুশ হাজরা। সুমিত-সাহিল পরিচালিত ‘মির্জ়া’ ছবিতে এই লুকে দেখা যাবে তাঁকে। গতকাল শহরে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হলো। প্রকাশিত হলো টিজ়ারও।

“শুধুমাত্র একটা ছবি ঘোষণা করার জন্য আলাদা করে টিজ়ার শুট এর আগে বাংলায় হয়নি,” দাবি অঙ্কুশের। “আজ মির্জ়া চরিত্রটিকে আপনাদের সামনে আনা হলো। একইভাবে এই ছবির মূল খলনায়ককে সামনে আনা হবে। নায়িকার নামও ঘোষণা করা হবে।”

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

চিত্রনাট্য এখনও ঘষামাজার কাজ চলছে। শুটিং শুরু হবে এ বছরের শেষ নাগাদ। তাহলে এত আগে লুক প্রকাশ কেন?”

“‘মির্জা’ বড় বাজেটের, লার্জার দ্যান লাইফ ছবি। এরকম ছবির ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বিপণন করা খুব গুরুত্বপূর্ণ। ছবিটা আট মাস পর মুক্তি পাবে। তবে আমাদের মনে হচ্ছে এই আট মাসও খুব কম সময়,” রেডিওবাংলানেট-কে বললেন অঙ্কুশ।

পুরোদস্তুর অ্যাকশন হিরো

টিম ‘মির্জ়া’

মুম্বইয়ে কাজ করার পর এই প্রথম বাংলায় ছবি পরিচালনা করছেন পরিচালকদ্বয় সুমিত-সাহিল। “এই টিজ়ারটা বানাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপাতত মনে হচ্ছে আমাদের পরিশ্রম সার্থক। ছবিটা সকলের ভালো লাগবে আশা করি,” বললেন তাঁরা।

আগামী বছর ঈদে মুক্তি পাবে ‘মির্জা’।   

ছবি: প্রবুদ্ধ নিয়োগী

 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *