মহালয়ায় ‘উমা’ নিয়ে আসছেন ঋদ্ধি

বাঙালির কাছে মহালয়া মানেই পুজো শুরু। আর দশভূজার আগমন মানেই নতুন গান। একটা সময় নিয়ম করে দেবীপক্ষে মুক্তি পেত পুজোর গান। শুধু কলকাতাই নয়, মুম্বইয়ের শিল্পীরাও প্রকাশ করতেন তাঁদের গানের এলপি রেকর্ড, পরবর্তীকালে ক্যাসেট ও সিডি। গান শোনার মাধ্যম ডিজিটাল হয়ে যাওয়ার পর সে সব আজ অতীত। পুজো উপলক্ষে নতুন গান বেরোনা বন্ধ হয়ে গেছে অনেক বছর। তবুও হাতে গোনা যে কজন শিল্পী সেই ধারাকে এখনও বজায় রেখেছেন, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে একজন। মহালয়ায় প্রকাশিত হতে চলেছে তাঁর আগমনী গানের অ্যালবাম ‘উমা’।

“ডিজিটাল মাধ্যমে গান শোনা অনেক বেশি সহজ,” মেনে নিচ্ছেন ঋদ্ধি। “তবে একটা এলপি রেকর্ড বা সিডি হাতে নিয়ে, সেটাকে যন্ত্রে চালিয়ে গান শোনার অনুভূতি একেবারেই আলাদা। কোনওভাবেই সেটা ডিজিটাল মাধ্যমের সঙ্গে তুলনা করা যায় না।”

আরও পড়ুন: পঁচিশে ‘উনিশে এপ্রিল’

পুরোনো দিনের ইপি রেকর্ডের ধাঁচে ঋদ্ধির এই অ্যালবামে থাকছে দুটি গান। দ্বিজেন্দ্রলাল রায়ের কথায় ও সুরে ‘আজি নূতন রতনে ভূষণে যতনে’ এবং দাশরথি রায়ের লেখা ‘যাও যাও গিরি আনিতে’ গান দুটি গেয়েছেন ঋদ্ধি। দ্বিতীয় গানটির সুর প্রচলিত। দুটি গানেরই সঙ্গীতায়োজন করেছেন সন্দীপন গঙ্গোপাধ্যায়।

“ভারতের বাইরে আমার অনেক শ্রোতা আছেন যাঁরা এখনও সিডি চালিয়ে গান শুনতে পছন্দ করেন,” রেডিওবাংলানেট-কে বললেন ঋদ্ধি। “আর পুজোর জন্য নতুন অ্যালবাম আমি বেশ কয়েক বছর ধরে করছি। তবে পুরোটাই নির্ভর করে চাহিদার ওপর। যেদিন সেটা আর থাকবে না, সেদিন শুধু ডিজিটাল মাধ্যমেই পুজোর গান প্রকাশ করব। তবে পুজোয় আমার নতুন গান আসবেই।” 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *