তৈরী হবে বায়োপিক, চুক্তিতে সই রানুর
RBN Web Desk: রানু মণ্ডলকে নিয়ে এবার তৈরী হতে চলেছে বায়োপিক। পরিচালনার দায়িত্বে থাকছেন হৃষিকেশ মণ্ডল। সম্প্রতি এই মর্মে চুক্তিতে সই করেছেন রানু। এর আগে ‘অচেনা বন্ধুত্ব’ ও ‘কুসুমিতার গপ্পো’ ছবি দুটি পরিচালনা করেছিলেন হৃষিকেশ।
সম্প্রতি রানাঘাট স্টেশনে পরিবার পরিত্যক্ত রানুকে গান গাইতে দেখে তাঁর একটি ভিডিও তুলে ইন্টারনেটে পোস্ট করেন স্থানীয় যুবক অতীন্দ্র চক্রবর্তী। মুহুর্তে ভাইরাল হয়ে যায় রানুর গলায় গাওয়া ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গানটি। সন্তোষ আনন্দের কথায় ও লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটির সুরে, ১৯৭২ সালে ‘শোর’ ছবিতে এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর।
লতার এই গান গাওয়ার জন্য রানুকে রাতারাতি বিখ্যাত করে তোলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর একাংশ। তাঁকে মুম্বই ডেকে পাঠান সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া। সেখানে হিমেশের সুরে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য কয়েকটি গান রেকর্ড করেন রানু। শোনা যাচ্ছে বিদেশ থেকেও অনুষ্ঠান করার আমন্ত্রণ পেয়েছেন তিনি।
আরও পড়ুন: এত দীর্ঘ সংলাপ আর কোনও ছবিতে বলতে হয়নি: অনির্বাণ
সংবাদমাধ্যমকে হৃষিকেশ জানালেন, চুক্তির জন্যই এতদিন আটকে ছিল রানুর বায়োপিকের কাজ। রানাঘাট ছাড়াও কলকাতা ও মুম্বইয়ে হবে শ্যুটিং। ছবির নাম এবং রানুর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। হিমেশকে তাঁর নিজের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পাঠানো হবে। তিনি রাজি না হলে বা সময় দিতে না পারলে তাঁর চরিত্রে অন্য কোনও অভিনেতাকে নেওয়া হবে। রানুর গলায় গাওয়া গানও থাকবে ছবিতে। পুজোর আগেই কিছুটা শ্যুটিং সেরে ফেলার কথা ভাবছেন পরিচালক।