‘নো মোর’ প্রচারে সামিল জয়া
RBN Web Desk: গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান। মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদে প্যান-কমনওয়েলথের ‘নো মোর’ প্রচারে সামিল হলেন তিনি। সপ্তাহব্যাপী এই বিশেষ প্রচারে কমনওয়েলথের ৫৪টি সদস্য দেশ যুক্ত। সেই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জয়া।
“যৌন নিপীড়ন, মারধরের মত গার্হস্থ্য হিংসা অনন্তকাল ধরে নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। এইসব ঘটনার কোনও প্রতিবাদ হয় না! মেয়েদের উপর এই অত্যাচার থামানোরও কেউ চেষ্টা করেনি। উল্টে সাফাই গাওয়া হয়, এটা ব্যক্তিগত ঘটনা। তাই নিয়ে বাইরে কথা বলার কী দরকার। তবে এবার ‘আর নয়’ বলার সময় এসেছে,” বললেন জয়া।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
“করোনা ভাইরাস অতিমারী নিয়ে সবাই আতঙ্কিত। নিত্যদিন ঘটতে থাকা অত্যাচার যে কত নারীর জীবন শেষ করে দিচ্ছে, সেটা কি কম আতঙ্কের?” প্রশ্ন তুলেছেন জয়া। সমাজের প্রতিটি কোণে আজ থেকে ‘আর নয়’ ধ্বনিত হোক। তবেই হিংসা গিয়ে নারীর সম্মান ফিরবে বলে মনে করেন জয়া।
ছবি: গার্গী মজুমদার