দুষ্টের দমনে ‘অনন্য শারদীয়া’, মুক্তি পেল ট্রেলার

RBN Web Desk: শরতের উৎসব মানেই বাঙালির ঘরে ফেরার দিন। আর সেই ফেরা যদি অনেকদিন পর প্রবাস থেকে হয় তাহলে তো কথাই নেই। অনেক স্বপ্ন ও আনন্দ বুকে বেঁধে উচ্ছ্বসিত সন্তান ফিরে আসে মাটির টানে। কিছুটা মায়ের টানেও। এমনই এক গল্প নিয়ে আসছে সঞ্জয় দাসের ছবি ‘অনন্য শারদীয়া’। অভিনয়ে রয়েছেন অভিষেক সিং, ঈশান মজুমদার, রূপসা মুখোপাধ্যায়, পার্থসারথি দেব, চন্দ্রানী দাস, মৌমিতা বসু, চৈতালি চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, ইন্দ্রনীল গুহ চৌধুরী, তপতী মুনশী ও তিয়াশা সাহা। সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার। 

ছবির মুখ্য চরিত্র সমরেশের ভূমিকায় রয়েছেন অভিষেক। ছবির বিষয়ে বলতে গিয়ে তিনি জানালেন, “এই গল্পটা সমরেশের জার্নি নিয়ে। একসময় সে মায়ের সঙ্গে সম্পর্ক শেষ করে বাড়ি ছেড়ে চলে যায়। ফিরে আসার পর তার ছোটবেলার নানা ঘটনা তার মনে পড়তে থাকে। সেই নস্টালজিয়া আর যে সব ঘটনার মুখোমুখি তাকে হতে হচ্ছে সেই নিয়েই এই ছবি।” 

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

সমরেশের দাদা শৈলেশের চরিত্রে প্রথমবার নেগেটিভ চরিত্রে দেখা যাবে ঈশানকে। “এর আগে ‘গুলদস্তা’ ছবিতে আমার চরিত্র কিছুটা নেগেটিভ ছিল,” বললেন ঈশান। “তবে সেটা পরিস্থিতির নিরিখে। এখানে আমি আগাগোড়া খারাপ লোক। অনেকদিন ধরে কোনও খলচরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। এখানে শৈলেশ মাকে বাড়ি থেকে বার করে দেয়, সম্পত্তি হাতিয়ে নেয় ও বাড়ির কাজের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায় এরকম নানা ঘটনা রয়েছে। মানে যাকে দেখে দর্শক ঘেন্না করবে, এমনই এক চরিত্র। আসলে নিজের ভালো ইমেজটা একটু ভাঙার দরকার বলে মনে হয়েছিল আমার। দর্শক আমাকে অন্যভাবে দেখবেন এই ছবিতে।”

দুর্গাপুজোর পাঁচদিন সময়ের মধ্যেই ছবির যাবতীয় ঘটনা ঘটবে। মা দুর্গার সঙ্গে নিজের মাকে ফিরে পাওয়ার গল্প বলবে ‘অনন্য শারদীয়া’। 



ছবির শুটিং চলাকালীন কাহিনীকার সুমনা দাসের মৃত্যু ঘটে। তিনি সঞ্জয়ের স্ত্রী। স্বাভাবিক কারণেই স্ত্রীর স্মৃতিতে এই ছবিকে উৎসর্গ করেছেন সঞ্জয়। তিনি জানালেন, “এই ছবিতে নস্টালজিয়া ব্যাপারটা যেমন আছে, তেমনই সমরেশের ফিরে আসার পরে পারিবারিক ঘাত- প্রতিঘাতের গল্পও থাকছে। সবটাই ঘটছে পুজোর মধ্যে। কাজেই দুর্গা পুজোর আবহ থাকবে ছবিজুড়ে। ছবির শুটিং পুজোর সময়েই হয়েছে। মুক্তির পর দর্শক আবার নতুন করে পুজো দেখবেন এই ছবির মধ্যে দিয়ে।” 

ছবির শুটিং হয়েছে কলকাতা ও শ্রীরামপুরে। সঙ্গীত পরিচালনা করেছেন রাঘব চট্টোপাধ্যায়। ডিসেম্বরে মুক্তি পাবে ‘অনন্য শারদীয়া’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *