বিক্ষোভের জের, বাতিল হয়েও ফিরল মানসীর ছবি
RBN Web Desk: হিন্দি বা দক্ষিণী সিনেমার দাপটে বাংলা ছবির শো বাতিল হয়ে যাওয়া কোনও নতুন ঘটনা নয়। কিন্তু বাতিল করে দেওয়ার পরেও দর্শকের বিক্ষোভের জেরে সেই ছবি দেখানো নজিরবিহীন তো বটেই। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মানসী সিংহের ছবি ‘৫নং স্বপ্নময় লেন’ (5 No. Swapnomoy Lane)। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চন্দন সেন, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা ও পায়েল মুখোপাধ্যায়।
সূত্রের খবর, গতকাল বারাসতের একটি প্রেক্ষাগৃহে হিন্দি ছবি ‘বেবি জন’-কে জায়গা দেওয়ার জন্য ‘৫নং স্বপ্নময় লেন’-এর শো বাতিল করা হয়। সেদিন বহু দর্শক মানসীর ছবিটি দেখবেন বলে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন। অনেকে অগ্রিম টিকিটও কিনে রেখেছিলেন। প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ হঠাৎ ঘোষণা করেন যে বাংলা ছবিটির শো বাতিল করা হচ্ছে।
আরও পড়ুন: বহুদিন পর বাংলায় টানটান থ্রিলার
তবে এ কথায় কর্ণপাত করেননি উপস্থিত দর্শক। শুরু হয় কথা কাটাকাটি, তারপর বিক্ষোভ। শেষমেশ নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর বাধ্য হয়ে মানসীর ছবিটিই দেখানো হবে বলে জানানো হয়।
সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ‘৫নং স্বপ্নময় লেন’ দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ইতিমধ্যেই অনেকগুলো শো হাউজ়ফুল হয়েছে।