অন্তর্বর্তীকালীন সরকারে ফারুকী, তৈরি করবেন তথ্যচিত্র
RBN Web Desk: বাংলাদেশে সেনা-সমর্থিত সরকারে যোগ দিলেন বিশিষ্ট পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)। গতকাল রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন।
জুলাই মাসে ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশে। প্রবল বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সমর্থনে ক্ষমতায় আসে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।
আরও পড়ুন: ‘মন্দার’ টেমপ্লেটেই ভরসা রাখছে নতুন রোমিও-জুলিয়েট
‘টেলিভিশন’, ‘ডুব’, ‘শনিবার বিকেল’-এর মতো ছবি পরিচালনা করেছেন ফারুকী। ‘ডুব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ভারতের ইরফান খান ও পার্নো মিত্র। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি।
ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে প্রার্থী হতে পারেন ফারুকী। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ প্রিয়পাত্র তিনি।
ইউনূসের আগ্রহেই ছাত্র আন্দোলন নিয়ে ফারুকী একটি তথ্যচিত্র নির্মান করবেন বলে জানা গেছে।
ছবি: আইএমডিবি