সঙ্কটজনক অরুণ রায়, অবস্থার উন্নতি নেই
RBN Web Desk: এ মাসের ২১ তারিখে তাঁকে সঙ্কটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ কেটে গেলেও কর্কট রোগে আক্রান্ত পরিচালক অরুণ রায়ের (Arun Roy) শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলেই জানিয়েছেন অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ। উল্লেখ্য ২০২২ সালে অরুণ পরিচালিত ছবি ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ ছবিতে বিপ্লবী বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন কিঞ্জল। তার আগে অরুণের ‘হীরালাল’ ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে ওই হাসপাতালেই কর্মরত কিঞ্জল।
গতবছর শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন অরুণ। ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমদিকে খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে।
আরও পড়ুন: বহুদিন পর বাংলায় টানটান থ্রিলার
‘এগারো’ ও ‘বাঘাযতীন’-এর মতো ছবিও পরিচালনা করেছেন অরুণ। গতবছর পুজোয় মুক্তি পেয়েছিল ‘বাঘাযতীন’। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন দেব। আজ হাসপাতালে অরুণকে দেখতে যান তিনি। সংবাদমাধ্যমকে কিঞ্জল জানিয়েছেন, দুজনের মধ্যে অল্প কথাও হয়েছে। তবে অরুণ একেবারেই কথা বলার মতো অবস্থায় নেই বলেই জানিয়েছেন কিঞ্জল।
ছবি: RBN আর্কাইভ