শুটিং শেষ করলেন অরিন্দম, কোয়েল, গৌরবরা
RBN Web Desk: শেষ হলো মিতিন মাসির শুটিং। অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত ‘একটি খুনীর সন্ধানে মিতিন’ (Ekti Khunir Sondhane Mitin) ছবিটি এই সিরিজ়ের তৃতীয় ছবি। আজ ভোর সাড়ে চারটের সময় শেষ হয়েছে শুটিং। তারপরেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন অরিন্দম।
২০১৯ সালে ‘মিতিন মাসি’ (Mitin Mashi) ও ২০২৩-এ ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Mashi) নামে একই সিরিজ়ের দুটি ছবি এর আগে মুক্তি পেয়েছে। আগের ছবির মতোই এবারেও নামভূমিকায় থাকছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ছবিতে অন্যান্য ভূমিকায় থাকবেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty), সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মধুরিমা বসাক, রোশনি ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, দেবরাজ রায়, দুলাল লাহিড়ী, সন্দীপ দে ও শতাফ ফিগর (Shataf Figar)। পার্থর চরিত্রে আগের মতোই থাকবেন শুভ্রজিৎ দত্ত। টুপুরের চরিত্রে দেখা যাবে লেখা চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: প্রথমদিনেই ₹২০০ কোটি?
গত এপ্রিল মাসে নেপালগঞ্জ এলাকায় এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে চোট পান কোয়েল। হাতে প্লাস্টার নিয়ে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয় তাঁকে। অবশেষে সুস্থ হয়ে উঠে সেই ছবির শুটিং শেষ করলেন তিনি।
সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের গল্প ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে তৈরি হয়েছে এবারের ছবিটি। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও অরিন্দম। ছবিতে থাকবে ধ্রুপদী সঙ্গীতের ব্যবহার। সঙ্গীত পরিচালনায় রয়েছেন বিক্রম ঘোষ (Bickram Ghosh)।
গতবছর পুজোর সময় মুক্তি পেয়েছিল এই সিরিজ়ের দ্বিতীয় ছবি। এবারে সম্ভবত শীতে মুক্তি পাবে ‘একটি খুনীর সন্ধানে মিতিন’ ছবিটি।
ছবি: ফেসবুক