মায়ের পরেই স্থান মাসির? দেখা যাবে ‘মিনি’তে

RBN Web Desk: মায়ের পরেই মাসির স্থান, এ কথা কে না জানে! সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকে মাসির আদর আর অজস্র প্রশ্রয়। মায়ের মতো হয়েও যে আবার অনেকটা বন্ধুও। যে কথাগুলো মাকে বলতে গেলে দশবার ভাবতে হয়, সেগুলোই মাসিকে বলে দেওয়া যায় নির্দ্বিধায়। আর মাসির কাছেও বোনঝি বা বোনপো সন্তানের মতোই প্রিয়, আবার বন্ধুর মতো আপনও।

কথাতেই আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মাসি-বোনঝির এই সখ্যই দেখা যাবে পরিচালক মৈনাক ভৌমিকের আগামী ছবি ‘মিনি’তে। ছবির বিভিন্ন ভূমিকা রয়েছেন মিমি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যায় ও রুদ্রজিৎ। সম্প্রতি কলকাতায় ‘মিনি’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

ছবির গল্প তিতলি ও ছোট্ট মিনিকে ঘিরে। মিনির মা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ও বাবার সঙ্গে সম্পর্ক না থাকায়, কিছুদিনের জন্য মিনিকে সামলানোর দায়িত্ব নিতে হয় তার মাসি তিতলিকে। স্বাধীনচেতা স্বভাবের তিতলি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু নিজেকে নিয়ে তার অভ্যস্ত জীবন অনেকটাই পাল্টে যায় হঠাৎ করে, কারণ তাকে মিনির দায়িত্ব নিতে হয়। শুরু হয় এক নতুন টক-ঝাল-মিষ্টি সম্পর্কের গল্প। তবে একটা বাচ্চাকে সবসময় দেখা বা তাকে সঙ্গ দেওয়া খুব একটা সহজ কাজ নয়। সেই দুরূহ কাজটাই এবার তিতলিকে করতে হবে। 

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

মৈনাক রেডিওবাংলানেট-কে জানালেন, “সিনেমা নিয়ে আমার আগ্রহের পুরোটাই গড়ে ওঠে ঋতুপর্ণ ঘোষের ছবি দেখে। আর মিমিকেও আমার প্রথম দেখা সেই ঋতুদার সেটেই। সেটা ছিল  ‘গানের ওপারে’র শুটিং। মিমির সঙ্গে এটা আমার প্রথম কাজ। এই ছবিতে একটা অসমবয়সী বন্ধুত্ব দেখানো হয়েছে। আমার মনে হয় দর্শকদের ছবিটা ভালো লাগবে।”

আরও পড়ুন: বড়সড় চমক দিতে চলেছে ‘মিঠাই’, ঘুরে যাবে গল্পের মোড়

মিমি জানালেন, “মৈনাক লকডাউনের সময় আমাকে চিত্রনাট্যটা শোনায়। গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। তিতলি একেবারেই আমার মতো একটা চরিত্র। তার হাঁটাচলা, পোশাক, কথাবার্তা সবই আমার মতো। মহিলা চরিত্রদের মাথায় রেখে  ছবির গল্প খুব একটা লেখা হয় না। আমি খুব ভাগ্যবান যে আমার কথা ভেবেই মৈনাক এই গল্পটা লিখেছে। ছবি নিয়ে আমার কোনও বাছবিচার নেই। সবরকম চরিত্রেই অভিনয় করেছি। তবে তিতলি আমার কাছে একটা প্রিয় চরিত্র হয়ে থাকবে, কারণ এই গল্পটা সবার থেকে আলাদা।”

ছবির সুর করেছেন স্যাভি, রণজয় ভট্টাচার্য ও মৈনাক মজুমদার। গান গেয়েছেন সোমলতা আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, শাওনি ও পৃথা।

৬ মে মুক্তি পেতে চলেছে ‘মিনি’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *