‘ল্যাদ’ খেলেন ঋত্বিক, প্রেরণায় অনির্বাণ
কলকাতা: চিরকেলে আরামপ্রিয় বাঙালি আজকাল নিজেদের ল্যাদখোর বলে পরিচয় দিতেই গর্ববোধ করে। এই বিষয়ের ওপর ভিত্তি করেই পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য তৈরী করেছেন তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন ছবি ‘ল্যাদ’। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি শহরে ছবির আনুষ্ঠানিক মুক্তি উপলক্ষে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা। এছাড়াও ছিলেন অনন্যা চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বোস, রাতুল শংকর ঘোষ, বিক্রম চট্টোপাধ্যায়, রেজওয়ান রব্বানী শেখ।
ছবিতে দেখা যায় কর্পোরেট চাকুরে কিঙ্কর (ঋত্বিক) অফিসে বস ও বাড়িতে বউয়ের সাঁড়াশি আক্রমণে যখন হতাশার শেষ সীমায় পৌঁছেছে, ঠিক তখনই তার ট্যাবলেটে আবির্ভূত হন ভূতের রাজা (অনির্বাণ)। সোনার সিংহাসনে মাথায় মুকুট পরে বসে তিনি কিঙ্করকে ল্যাদের বর দেন। যদিও কিঙ্কর বউকে বশে রাখার বরটাও চেয়েছিল, কিন্তু সে বর দেওয়ার ক্ষমতা তার নেই বলেই জানিয়ে দেন ভূতের রাজা। ফোনের একটা বিশেষ অ্যাপে শুধু ল্যাদ মোড অন করে দিলেই কিঙ্করের মনস্কামনা পূর্ণ হবে বলে জানান তিনি। এরপরে কী কী ঘটে তাই নিয়েই মজাদার অ্যানিমেশন ছবি ‘ল্যাদ’।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
প্রায় ১৮ মিনিটের এই ছবির ভাবনা শংকর শীলের, সঙ্গীতের দায়িত্বে ছিলেন অনির্বাণ অজয় দাস। গান গেয়েছেন দিব্যেন্দু মুখোপাধ্যায়। সম্পাদনা করেছেন প্রদীপ্ত। ছবিতে অ্যানিমেশনের দায়িত্বে ছিলেন অমিত কুমার বাগচী। দৃশ্যগ্রহণ করেছেন রাণা প্রতাপ কারফর্মা। ছবিটি ১১ জানুয়ারি থেকে ইউটিউবে দেখা যাচ্ছে।