বড়সড় চমক দিতে চলেছে ‘মিঠাই’, ঘুরে যাবে গল্পের মোড়
RBN Web Desk: বড়সড় চমক দিতে চলেছে বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায়, বিশ্বজিৎ চক্রবর্তী, তন্বী লাহা রায় ও আরও অনেকে। এক বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে ‘মিঠাই’। ধারাবাহিকটি পরিচালনা করছেন রাজেন্দ্রপ্রসাদ দাস ও রূপক দে।
এবার জনপ্রিয়তা আরও বাড়ানোর লক্ষ্যে ‘মিঠাই’য়ে নতুন ট্র্যাক শুরু হতে চলেছে। বহু ধারাবাহিকে এই ট্র্যাকের ফর্মুলা ইতিমধ্যেই পরীক্ষিত ও বেশিরভাগ ক্ষেত্রেই সফল।
কী সেই ফর্মুলা?
প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেছে যে শীঘ্রই এক চক্রান্তের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়বে ধারাবাহিকের সিড ওরফে উচ্ছেবাবু (আদৃত)। নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যাবে সিডের গাড়ি। পুলিশ তাকে মৃত বলে ঘোষণা করবে।
আরও পড়ুন: ‘ফেলুদার গোয়েন্দাগিরি’তে বিশেষ চরিত্রে সুব্রত
এই অকস্মাৎ দুর্ঘটনায় মোদকবাড়ির সবকিছু ওলটপালট হয়ে যাবে। তবু শোক কাটিয়ে দুর্ঘটনার পিছনে আসল সত্য খুঁজে বার করার সংকল্প করবে মিঠাই। ঠিক এমন সময় এক রকসঙ্গীত গায়কের সঙ্গে তার পরিচয় হবে, যাকে অবিকল সিডের মতো দেখতে। তাহলে কি সিড মারা যায়নি? সিডের মতো দেখতে এই নতুন লোকটি কে?
এই ট্র্যাকেই আগামী দিনে এগোবে ‘মিঠাই’-এর গল্প।