‘ইস্কুলে বায়োস্কোপ’-এ এবার স্মরণে সৌমিত্র

RBN Web Desk: বছর ঘুরে গেলেও বন্ধ স্কুলগেটের তালা এখনও খুলল না। গত বছরের গোড়া থেকেই সমস্ত স্কুল বন্ধ। পড়াশোনা চলছে অনলাইন মাধ্যমে। কিন্তু সাহিত্য সংস্কৃতি চর্চার জন্য যে পরিসর বা আদান-প্রদান প্রয়োজন, তা শুধুমাত্র স্কুলের পাঠ্যক্রম দিয়ে সম্ভব নয়। আবার কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে এসে কোনও আলোচনাসভায় যোগ দেওয়াও সম্ভব নয়। তাই ঘরে বসেই সংস্কৃতি চর্চার এক অভিনব উদ্যোগ নিয়ে আবারও আসছে ‘ইস্কুলে বায়োস্কোপ’। এবছর এই অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করা হবে।

প্রতিবছরই জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হয় ‘ইস্কুলে বায়োস্কোপ’। তবে এবার একাধিক স্কুলে গিয়ে ‘সোনার কেল্লা’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘হীরক রাজার দেশে’, কোনি’, ‘পাতালঘর’ ও ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র মতো ছবি না দেখানো গেলেও, অনলাইন মাধ্যমে সেগুলি নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করতে সরাসরি উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, গৌতম ঘোষ, অতনু ঘোষ, রূপক সাহা, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়রা।

আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান

কলকাতার ২০টি স্কুলের ১০ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সৌমিত্রকে নিয়ে আলোচনা ছাড়াও থাকবে তাঁর অভিনীত ছোটদের চলচ্চিত্রগুলির ওপর ছাত্রছাত্রীদের জন্য কিছু প্রতিযোগিতামূলক ও সৃজনশীল কাজকর্ম।

স্কুলস্তর থেকে সিনেমা চর্চার মূল কাণ্ডারি বেঙ্গালুরু-নিবাসী কৌশিক চক্রবর্তী। তাঁর উদ্যোগেই এত বড় কর্মযজ্ঞ হয়ে আসছে। সংবাদমাধ্যমকে কৌশিক জানালেন, তিনি বাংলা ছবির জন্য কিছু একটা করতে চাইছিলেন। তাই একটা ব্লুপ্রিন্ট তৈরি করেন। স্কুল পর্যায়ে শিক্ষা ও সিনেমার মেলবন্ধনই ছিল সেই ব্লুপ্রিন্টের মূল বিষয়।




শিক্ষা ও সিনেমার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন কৌশিক। শেষমেশ অধ্যাপক উজ্জ্বলকুমার চৌধুরীর সাহায্যে পৌঁছন চিলড্রেনস ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার (সিএফএসআই) দরবারে। কৌশিকের প্রস্তাব গৃহীত হয়। প্রথম বছর অবশ্য এই উৎসবের নাম ছিল ‘সিএফএসআই বেঙ্গলি চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল’।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

লা মার্টিনিয়ার, হেয়ার, হিন্দু, লোরেটো, স্কটিশ চার্চ সহ কলকাতার ২০টি স্কুলে হয় এই উৎসব। প্রতিবছরই সেখানকার ছাত্রছাত্রীদের কিছু বাছাই করা বাংলা ছবি দেখানো হয়। সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, তপন সিংহ, নীতিশ রায়ের মতো পরিচালকদের ছবি এখনও পর্যন্ত দেখানো হয়েছে। গত বছর এই উৎসব উৎসর্গ করা হয়েছিল সত্যজিৎকে।

১৮ জুন, বিকেল পাঁচটায় ‘ইস্কুলে বায়োস্কোপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সৌমিত্রকন্যা পৌলমী বসু। এছাড়াও থাকবেন অতনু ঘোষ, অমিতাভ নাগ, রূপক সাহারা।

ছবি: গার্গী মজুমদার



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *