‘আড্ডাঘর’-এ মুখোমুখি সুজয়প্রসাদ ও ঋত্বিক
RBN Web Desk: সে একটা সময় ছিল যখন মানুষ মানুষের বাড়ি গিয়ে কুশল বিনিময় করত। মুখোমুখি বসে কথা হতো, গল্প হতো। রবিবার সকাল থেকে পাড়ার রোয়াকে চলত দেদার আড্ডা। রাজনীতি থেকে রামায়ণ, পুজোর চাঁদা থেকে ফুটবল টুর্নামেন্ট, শাহজাহান থেকে রবার্ট ক্লাইভ, চাঁদ থেকে চন্দ্রবিন্দু, বাদ যেত না কিছুই। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিও আধুনিক হয়েছে। তবু বাঙালির সেই প্রিয় আড্ডা হারিয়ে যায়নি। করোনার প্রকোপে সবাই যখন গৃহবন্দী, তখন আড্ডা দেওয়ার মাধ্যমটা শুধু বদলে গেছে।
এই বদলে যাওয়া মাধ্যমটিকে আড্ডার মূল অস্ত্র করে ফেলেছেন আন্তসাংস্কৃতিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটাল মাধ্যমে আড্ডা দেওয়ার এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। নাম ‘আড্ডাঘর’। লকডাউন পরবর্তী এই সময়ে নানারকম অনিশ্চয়তা, জটিলতা, উদ্বেগ মানুষের জীবনবোধের আমূল পরিবর্তন ঘটিয়েছে। তলানিতে এসে ঠেকেছে মানুষের আত্মবিশ্বাস। সেই হারিয়ে যাওয়া ‘আমি’কে ফিরে পেতে এবং সমাজ-সামাজিকতা, ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা, এই সমস্ত বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে ‘আড্ডাঘর’-এ উপস্থিত হতে চলেছেন অনেকেই।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
প্রতি পর্বে, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথিরা আসবেন সাধারণ মানুষের কথা শুনতে ও নিজেদের কথা বলতে। প্রথম পর্বের অতিথি অভিনেতা ঋত্বিক চক্রবর্তী জানালেন, “কোনও টেলিভিশন চ্যানেল বা ওয়েব মাধ্যমের অপেক্ষা না করেই সুজয়, একা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। এই চ্যাট শোয়ে আমি মনের কথা খুলে বলব। আশা করি সবার ভালো লাগবে।”
আগামীকাল রাত ৮টায় সম্প্রচারিত হবে ‘আড্ডাঘর’-এর প্রথম পর্ব।