এক রাতের ঘটনা নিয়ে নতুন থ্রিলার

RBN Web Desk: গত এক বছরে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় বিভিন্ন ওটিটি মাধ্যমের ওয়েব সিরিজগুলি সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছে। হলে গিয়ে দু’ঘন্টার সিনেমা দেখে আনন্দ পাওয়া দর্শক এখন রাত জেগে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ব্যান্ডউইডথ খরচ করে ওয়েব সিরিজ় দেখতেই অভ্যস্ত। এমনকি অনেকেই সাত-আট ঘন্টার সিরিজ়ও একদিনেই শেষ করে ফেলছেন । দর্শকদের চাহিদা পূরণ করতে তৈরি হচ্ছে একের পর এক থ্রিলার সিরিজ়। 

এই আবহে নতুন থ্রিলার সিরিজ় ‘মহানগর’ নিয়ে আসছেন বাংলাদেশের পরিচালক আশফাক নিপুণ। এই সিরিজ়ে ওসি হারুণের ভূমিকায় রয়েছেন মোশারফ করিম, শাহানা হুদার রয়েছেন জাকিয়া বারি মম। শ্যামল মাওলা থাকছেন আফনান চৌধুরীর ভূমিকায়, মোস্তাফিজুর নূর ইমরানকে দেখা যাবে মলয় কুমারের ভূমিকায়। আবির হাসানের ভূমিকায় রয়েছেন খাইরুল বাশার। সম্প্রতি সিরিজ়টির টিজার মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

এক রাতের সাত ঘন্টার ঘটনা নিয়ে ‘মহানগর’-এর কাহিনী। ঢাকার এক থানায় সাত ঘন্টার জন্য আটকে রয়েছে কয়েকজন অপরাধী, একজন শিল্পপতি, সাধারণ মানুষ ও সাংবাদিকরা। প্রত্যেকে একইসঙ্গে অপেক্ষা করছেন সেই রাতের অজানা পরিণতির জন্য। কী হয় তারপর? জানাতে আসছে ‘মহানগর’। 




“এই সমস্ত অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এর আগেও আমার ‘কষ্টনীড়’ ছবিতে আমি এদের সঙ্গে কাজ করেছি। ১৯ জুন মুক্তি পাবে ‘মহানগর’-এর ট্রেলার। দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য আগ্রহে অপেক্ষা করছি। আশা করব সিরিজ়টা সকলের ভালো লাগবে,” বললেন ‘আয়নাবাজি’ ও ‘এই শহরে’র পরিচালক আশফাক। 

২৫ জুন হইচইতে মুক্তি পেতে চলেছে ‘মহানগর’। 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *