কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে পরাণের বদলে দীপঙ্কর
RBN Web Desk: কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অসুখ বিসুখ’ ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিনয় করতে চলেছেন দীপঙ্কর দে। গতমাসেই এই ছবির মহরৎ অনুষ্ঠিত হয়। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা, ইশা সাহা ও উজান গঙ্গোপাধ্যায়। ‘আর্টিকল ১৫’, ‘জগ্গা জাসুস’ ও সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’-এর অভিনেত্রী সায়নী গুপ্তও থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
অত্যধিক গরম ও পরিশ্রমের কারণে মে মাসের শেষদিকে অসুস্থ হয়ে পড়েন পরাণ। তাছাড়া ঠাণ্ডা-গরমে গলা খারাপ হয়ে যাওয়ার ফলে তাঁর সংলাপ বলতেও অসুবিধা হচ্ছে। জুনে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তার। জুলাইয়ে ফের ক্যামেরার মুখোমুখি হবেন তিনি।
আরও পড়ুন: রোড ট্রিপে বন্ধুত্বের গল্প
‘অসুখ বিসুখ’-এ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল পরাণের। অসুস্থতার কারণে তিনি কৌশিককে তাঁর পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে নিতে অনুরোধ করেন। তাই ছবিতে এবার সেই চরিত্রে দীপঙ্করকে দেখা যাবে।
ছবি: RBN আর্কাইভ