শুরুর দিনই থমকে গেল ‘রিমলি’ সহ একাধিক ধারাবাহিকের শুটিং
RBN Web Desk: সরকারি নির্দেশ মেনে ৫০ জনকে নিয়ে শুটিং শুরু করা প্রথম দিনেই থমকে গেল কাজ। হুমকি দিয়ে কলাকুশলীদের কাজে আসতে বারণ করা হচ্ছে বলে অভিযোগ করলেন অর্টিস্টস ফোরামের প্রতিনিধি, প্রযোজনা সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন চ্যানেলের আধিকারিকরা। আজ কলকাতায় এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসার্সের (ডব্লিউএটিপি) সভাপতি শৈবাল বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে কলাকুশলীরা চাইলেও ফেডারেশনের ক্রমাগত হুমকির ভয়ে তাঁরা কাজে যোগ দিতে পারছেন না। ফেডারেশনের সমস্যা কী তা বোঝা যাচ্ছে না। কাজ বন্ধ রাখা মানে সাবরই ক্ষতি। আজ থেকে মোট ১২টা ধারাবাহিকের কাজ শুরু হয়েছিল। তালিকার মধ্যে রয়েছে ‘রিমলি’, ‘কৃষ্ণকলি’, ‘তিতলি’, ‘অপরাজিতা অপু’র মতো জনপ্রিয় ধারাবাহিক। তবে আপাতত সব কাজ স্থগিত বলে জানিয়েছেন শৈবাল।
এর আগে সরকারি নির্দেশ অমান্য করে, হোটেলে শুটিং করার অভিযোগ করেছিল ফেডারেশন। শৈবালের দাবি, সেই দৃশ্য আগেই শুটি করা ছিল।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
বহু জনপ্রিয় মেগাধারাবাহিকের লেখক লীনা গঙ্গোপাধ্যায় বললেন যে এবারে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে তাঁদের ভিতরের সমস্যার কথা সংবাদমাধ্যমের সাহায্যে বলতে হচ্ছে। কোভিডের প্রথম ঢেউয়ে কাজ বন্ধ থাকাকালীন প্রযোজকদের তরফে ফেডারেশনের হাতে তুলে ₹৪০ লক্ষ তুলে দেওয়া হয়েছিল। বীমাও করানো হয়েছিল। সে ফেডারেশন উল্লেখ করছে না কেন, প্রশ্ন লীনার।
যন্ত্রপাতি সরবরাহকারীরা যাতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় ক্যামেরা, আলো ও অন্যান্য সরঞ্জাম নে দেয়, সেদিকেও ফেডারেশন কড়া নজর রেখেছে বলে অভিযোগ করেছেন লীনারা।