ভয়ের আবহ সৃষ্টি করবে ইন্দ্রনীলের ‘হ্যালো’
হঠাৎই একদিন একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তিনজন ব্যক্তির কাছে। তারা ফোনটা ধরে হ্যালো বলতেই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। পূর্বপরিচিত নয় এমনই তিন চরিত্র এক অদ্ভুত রহস্যের মাধ্যমে জড়িয়ে পড়ে একে অপরের সঙ্গে। এই ধরণেরই এক সাইকোলজিক্যাল থ্রিলারে ভয়ের আবহ সৃষ্টি করবে পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘হ্যালো’।
নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে সিনেমা নিয়ে পড়াশোনার পর দেশে ফিরে পরিচালনায় মন দেন ইন্দ্রনীল। তাঁর ছবি পরিচালনার শুরুর দিকের কথা বলতে গিয়ে ইন্দ্রনীল রেডিওবাংলানেট-কে জানালেন, “আমার প্রথম ছবির বাজেট ছিল মাত্র কুড়ি টাকা। তারপর ধীরে ধীরে অনেক বড় কাজের সঙ্গে যুক্ত হয়েছি। নিজের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্যের ছবি ছাড়াও দুটি বাংলা টেলিফিল্মের সঙ্গেও যুক্ত ছিলাম আমি।”
আরও পড়ুন: সেরা দশে জায়গা করে নিল ‘সাঁঝের বাতি’
নিজের ছবি ছাড়াও একাধিক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ইন্দ্রনীল। ‘হ্যালো’র পূর্বে ইন্দ্রনীলের ‘দ্য চেজ়’, ‘ত্রিনয়নী’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ পেয়েছে অনেকগুলি পুরস্কার।
তাঁর ছবির নামগুলির সঙ্গে মিল আছে বেশ কিছু পরিচিত ছবির। এই এক নাম দেওয়ার ব্যাপারে ইন্দ্রনীল বললেন, “আমি ইচ্ছা করেই এরকম নাম দিই কারণ সেই নামের অন্যান্য যে ছবিগুলি রয়েছে সেখানে কোনও মৌলিকতা নেই। এখানেই আমার ছবি ব্যতিক্রম।”
আরও পড়ুন: পুজোয় রবীন্দ্র সদনে বাংলা ছবি, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
‘হ্যালো’র তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজীব বিশ্বাস, আদ্রীজা বিশ্বাস এবং সৌনক রায়। এই ছবির ট্রেলারের হিটের সংখ্যা ইতিমধ্যেই ১৩ হাজার ছাড়িয়েছে।
আগামীকাল মুক্তি পেতে চলেছে ইন্দ্রনীলের ‘হ্যালো’।