আরও চার বছর চলবে ‘কৃষ্ণকলি’, দাবী পরিচালকের
RBN Web Desk: দর্শকের ভালোবাসা পেলে আরও চার বছর চলবে ‘কৃষ্ণকলি’, এমনটাই দাবী করলেন এই ধারাবাহিকের পরিচালক বিজয় মাজি। তবে আগামী পর্বগুলিতে ঠিক কি হতে চলেছে, সে সম্পর্কে কিছুই জানাতে চাইলেন না তিনি।
গত বছর ১৮ জুন সম্প্রচার শুরু হয় ‘কৃষ্ণকলি’র। শুরু থেকেই টিআরপি তালিকায় একেবারে ওপরের দিকে থেকেছে এই ধারাবাহিক। এমনকি গত আট মাস ধরে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ টিআরপি তালিকায় প্রথম স্থানটি দখল করে রেখেছে ‘কৃষ্ণকলি’। তবে প্রতিদ্বন্দ্বিতায় দ্রুত এগিয়ে আসছে ‘ত্রিনয়নী’। তাই দর্শকের আগ্রহ ধরে রাখার জন্য শ্যামা মেয়ের জীবনে চাই এক নতুন সংকট।
সেই লক্ষ্যেই ‘কৃষ্ণকলি’র গল্পে সম্প্রতি এসেছে এক নতুন মোড়। পরিবার থেকে আলাদা হয়ে গেছে নিখিল ও শ্যামা। পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীদের কেউই ভেঙে বললেন না গল্প কিভাবে এগোবে। তবে বিজয় জানালেন, আগামী দিনে আরও বেশি জমজমাট হতে চলেছে এই ধারাবাহিক।