নতুন ছবিতে প্রবীণ নাট্য অভিনেতার ভূমিকায় সৌমিত্র
কলকাতা: এক প্রবীণ নাট্য অভিনেতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিচালক শ্যামল বোসের আগামী ছবি ‘নতুন সকাল’-এ এই চরিত্রে দেখা যাবে তাঁকে। সৌমিত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অভিজিৎ মন্ডল, বৈশাখী দাস, শিল্পা রায়চৌধুরী, প্রিয়া দেবনাথ, শিল্পী চক্রবর্তী, শ্রী ভট্টাচার্য ও জয়িতা মিত্র।
রেডিওবাংলানেট-কে শ্যামল জানালেন, “খুব সম্ভবত এই প্রথম বড় পর্দায় এরকম একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন সৌমিত্রদা। এক সময়ের দাপুটে কিন্তু এখন ব্রাত্য, এরকমই একটা চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘নতুন সকাল’-এ একটি নাটকের কিছু অংশও অভিনয় করে দেখিয়েছেন তিনি। এছাড়া তাঁর গলায় আবৃত্তিও থাকছে এই ছবিতে।”
শব্দ যখন ছবি আঁকে
‘নতুন সকাল’-এর কাহিনী অপু নামের এক মাদাকাসক্ত যুবককে নিয়ে। মানসিকভাবে বিপর্যস্ত এই যুবক সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করে। এই ছেলেটির দাদুর চরিত্রে দেখা যাবে সৌমিত্রকে।
শ্যামল বললেন, “এটা আমার পরম সৌভাগ্য যে সৌমিত্রদা আমার ন’টা ছবিতে কাজ করেছেন। সত্যজিৎ রায়ের ১৪টা পূর্ণদৈর্ঘ্যের ছবির পর তিনি সর্বাধিক আমার ছবিতেই কাজ করেছেন। ভবিষ্যতে সৌমিত্রদাকে নিয়ে আবারও ছবি করার ইচ্ছে আছে।”
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলেছে ‘নতুন সকাল’।
ছবি: রাজীব মুখোপাধ্যায়