পুজোয় রবীন্দ্র সদনে বাংলা ছবি, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
RBN Web Desk: পুজোর সবকটি বাংলা ছবিই দেখা যাবে রবীন্দ্র সদনে। আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য বর্তমানে বন্ধ আছে নন্দন ও রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ। যেহেতু আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে অন্তত চারটি বাংলা ছবি, তাই সেগুলি যাতে পর্যাপ্ত শো পায় সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য মন্ত্রক।
উল্লেখ্য, ২ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘গুমনামী’, ‘মিতিন মাসি’, ‘পাসওয়ার্ড’ ও ‘সত্যান্বেষী ব্যোমকেশ’। এই চারটি ছবির পরিচালক যথাক্রমে সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কমলেশ্বর মুখোপাধ্যায় ও সায়ন্তন ঘোষাল। একই দিনে মুক্তি পাচ্ছে হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত, সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ওয়ার’ এবং ওয়াকিন ফিনিক্স ও রবার্ট ডি নিরো অভিনীত, টড ফিলিপসের ‘জোকার’। এদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘গোত্র’ ও রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ এখনও পর্যন্ত বক্স অফিসে ভালোই ব্যবসা করছে বলে খবর। এরই মধ্যে কাল মুক্তি পেতে চলেছে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।
আরও পড়ুন: ইন্দ্রদীপের ‘কেদারা’য় সওয়ার কৌশিক, মুক্তি পেল ট্রেলার
সব মিলিয়ে, বিশেষ করে বড় বাজেটের ‘ওয়ার’ ও ‘জোকার’-এর দাপটে পুজোর সময় বাংলা ছবি কোণঠাসা হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন সবাই। ‘পাসওয়ার্ড’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেব। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন এ ব্যাপারে ব্যবস্থা নিতে। সৃজিত ও অরিন্দমও মমতার সঙ্গে কথা বলেন বলে সূত্রের খবর। এরপরই সংস্কারের মাঝেই পুজোয় বাংলা ছবি প্রদর্শনের জন্য রবীন্দ্র সদন খোলা রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এছাড়াও মাল্টিপ্লেক্স এবং অন্যান্য হল মালিকেরা শো দেওয়ার ক্ষেত্রে যাতে হিন্দি ও বাংলা ছবির মধ্যে ভারসাম্য বজায় রাখেন, সেই নির্দেশও দিয়েছেন মমতা। মুখ্য সচিব বিবেক কুমারের তরফে সেই নির্দেশ আজই হল মালিকদের কাছে পৌঁছে যাওয়ার কথা।