‘সোনার কেল্লা’র গল্প নিয়ে মুক্তি পেল ‘অচেনা মানিক’
কলকাতা: মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় সত্যজিৎ রায়ের অজানা কথা নিয়ে করা টক শো ‘অচেনা মানিক’-এর প্রথম পর্ব। গতকাল শহরে এক অনুষ্ঠানে পরিচালক সন্দীপ রায় প্রকাশ করলেন প্রথম পর্বটি। অরিন্দম ও সন্দীপ ছাড়াও উপস্থিত ছিলেন মমতা শংকর ও কুশল চক্রবর্তী। প্রথম পর্বটিতে কুশলের সাক্ষাৎকার নিয়েছেন পরিচালক। এর পরের দুটি পর্বে থাকবে মমতা শংকর ও বরুণ চন্দর সঙ্গে কথোপকথন। পনেরো দিন অন্তর একটি করে পর্ব মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।
অনুষ্ঠানে দেখানো হলো মমতা শংকরের সাক্ষাৎকারটি। সত্যজিতের শেষ তিনটি ছবিতে—‘গণশত্রু’, ‘শাখা প্রশাখা’ ও ‘আগন্তুক’—অভিনয় করেছিলেন মমতা শংকর। সাক্ষাৎকারের বিভিন্ন পর্বে উঠে এসেছে অতীতের নানান স্মৃতিচারণ। কীভাবে সত্যজিৎ তাঁর ছবির জন্য মমতা শংকরকে নির্বাচন করেছিলেন, সে কথাও জানা গেল এই সাক্ষাৎকার থেকে।
কুশলের পর্বেও বহু অজানা কথা উঠে এসেছে ‘সোনার কেল্লা’কে ঘিরে। ছ’বছর বয়সে ‘সোনার কেল্লা’য় মুকুলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সত্যজিতের সঙ্গে এটিই তাঁর একমাত্র কাজ। সত্যজিৎ কোনওদিনই তাঁর ছবির অভিনেতাদের ওপর রেগে যেতেন না বলে শোনা যায়। অথচ একবার তার ব্যতিক্রম হয়েছিল বলে জানালেন কুশল। এছাড়াও কুশলের সঙ্গে প্রথম আলাপ ও তাঁর ‘সোনার কেল্লা’তে অভিনয়ের নানান প্রসঙ্গ উঠে এসেছে দশ মিনিটের এই সাক্ষাৎকারে।
আরও পড়ুন: খেল দিখা সকোগে না?
‘অচেনা মানিক’ নিয়ে অরিন্দম জানালেন, “আমি কখনওই চাইনি যে ওঁর সম্পর্কে যে সব কথা মানুষ আগে থেকেই জানে, সেগুলোই আবার উঠে আসুক। পরিচালক হিসেবে সত্যজিৎ কেমন ছিলেন, তা প্রায় সবারই জানা। কিন্তু মানুষ সত্যজিতের কথা সেভাবে অতটা জানা যায় না। তাই আমার মনে হয়েছে এই কথাগুলো মানুষের জানা দরকার।”
আপাতত তিনটি পর্ব সম্প্রচার করা হলেও এই শোয়ের একটি দ্বিতীয় অধ্যায় পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন অরিন্দম। পরের পর্বেও তিনজন শিল্পীর সাক্ষাৎকার থাকবে বলে জানালেন তিনি।
সত্যজিৎ সম্পর্কে নতুন করে আর কিছু কি জানার বাকি আছে এখনও? “এই কথাগুলো আগে যে কোথাও বলিনি তা নয়, সকলেই বলেছেন, কিন্তু এভাবে এক জায়গায় ডকুমেন্টেশন করে রাখা হয়নি কখনও। সেদিক দিয়ে এই কাজটা আমার খুব পছন্দের ছিল,” বললেন কুশল।
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
“আমার মনে হয় অনেকেই অনেক কিছু জানলেও সকলেই যে সব জানেন এমনও নয়,” দাবী মমতা শংকরের। “আমি নিজে মানিককাকা কেমন মানুষ ছিলেন বা তাঁকে কীভাবে দেখেছি সেটাই বলেছি। আমার মনে হয় এই শো থেকে ওঁর সম্পর্কে যা কিছু জানা যাবে তার একটা আর্কাইভাল ভ্যালু রয়েছে ভীষণভাবে।” তিনি নিজে ঘণ্টার পর ঘণ্টা তাঁর মানিককাকাকে নিয়ে কথা বলে যেতে পারেন বলে জানালেন মমতা শংকর।
অরিন্দমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্দীপ রায় বললেন, “আমার মনে হয় এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কেন না আস্তে আস্তে ওঁর সম্পর্কে বলার মানুষ কমে আসছেন। এগুলো এক জায়গায় করে রাখলে ভবিষ্যতে গবেষণার কাজে উপকার হবে। এর সঙ্গে কলাকুশলীরাও বলুন, কারণ তাঁরা অনেকেই আর নেই প্রায়।”
পরবর্তী পর্যায়ে সন্দীপের সঙ্গেও একটি পর্ব থাকবে বলে জানালেন অরিন্দম।