সেরা দশে জায়গা করে নিল ‘সাঁঝের বাতি’
RBN Web Desk: এ সপ্তাহে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ টিআরপি’র সেরা দশের তালিকায় জায়গা করে নিল ‘সাঁঝের বাতি’। রিজ়ওয়ান রব্বানি শেখ ও দেবচন্দ্রিমা সিংহরায় অভিনীত এই ধারাবাহিকে বর্তমানে শুরু হয়েছে নায়িকার শ্বশুরবাড়ির ট্র্যাক। ধারাবাহিকের শুরু থেকেই আর্যমান ও চারুর বিয়ে নিয়ে দর্শকমহলে যে আগ্রহ ছিল তারই প্রভাব পড়ল এবারের টিআরপি তালিকায়।
তবে এবারও সেরা ধারাবাহিকের শিরোপা নিয়ে প্রথম স্থানে রয়েছে ‘ত্রিনয়নী’ (৯.২)। ঠিক যেভাবে প্রায় ন’মাস টিআরপি তালিকার প্রথম স্থানটি দখল করেছিল ‘কৃষ্ণকলি’, ঠিক তেমনই চার সপ্তাহ ধরে এই স্থানটি নিজের দখলে রেখেছে ‘ত্রিনয়নী’। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘কৃষ্ণকলি’ (৮.৯)। উল্লেখ্য এই দুটি ধারাবাহিকেই কেন্দ্রে রয়েছে এক কৃষ্ণবর্ণা মেয়ের গল্প। ‘করুণাময়ী রানী রাসমণি’ ৮.২ রেটিং নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
আরও পড়ুন: ‘ভালো চরিত্রের অভাব আমার কোনওদিন হবে না’
গত সপ্তাহে পঞ্চম স্থানে থাকা ‘শ্রীময়ী’ এ সপ্তাহে ৭.০ রেটিং নিয়ে ‘বকুলকথা’র সঙ্গে যৌথভাবে রয়েছে চতুর্থ স্থানে।
অন্যদিকে দীর্ঘ সময় ধরে সেরা দশে নিজের জায়গা ধরে রেখেছে ‘নেতাজি’ ও ‘কে আপন কে পর’ ধারাবাহিক দুটি। ‘কৃষ্ণকলি’র টানা ৩১ সপ্তাহ সর্বোচ্চ স্থানে থাকা যেমন একটি রেকর্ড, ঠিক তেমনই প্রায় সাড়ে তিন বছর ধরে সেরা দশে থাকাও একটি বিরল কৃতিত্ব, যা সম্ভব করেছে ‘কে আপন কে পর’।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১২টি ধারাবাহিক এরকম।
১. ‘ত্রিনয়নী’ (৯.২)