চাঁদের হাট, মুক্তি পেল ‘আমার বস’-এর টিজ়ার
কলকাতা: চৈত্রের দুপুরে বাইরে তখন কাঠফাটা রোদ, আর ভেতরে চলছে পরিচালকের ৭০ বছরের জন্মদিনের উদযাপন। নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) পরিচালিত ‘আমার বস’ (Aamar Boss) ছবির টিজ়ার প্রকাশ অনুষ্ঠান ছিল আজ। সেখানেই শিবপ্রসাদ তাঁর বস, নন্দিতার জন্মদিন পালন করলেন। ছবিতে অবশ্য বসের চরিত্রে রয়েছেন রাখী গুলজার (Rakhee Gulzar)। বহু বছর পর কোনও বাংলা ছবিতে দেখা যাবে তাঁকে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), ঐশ্বর্য সেন, উমা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রুতি দাস, আভেরি সিংহরায় ও শিবপ্রসাদ নিজে। আজ রাখী ছাড়া প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
এক মা ও ছেলের গল্প নিয়ে তৈরি ‘আমার বস’। রাখী রয়েছেন মায়ের চরিত্রে। অন্যদিকে বাড়িতে মায়ের অনুগত সন্তান কিন্তু নিজের কোম্পানি গোস্বামী অ্যান্ড সন্সের অফিসে এক সাংঘাতিক মেজাজি বসের ভূমিকায় রয়েছেন শিবপ্রসাদ।
“রাখীজি এই ছবিটা করতে রাজি হয়েছেন এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি,” জানালেন শিবপ্রসাদ। “এছাড়া এই ছবিতে যেসব অভিনেতারা রয়েছেন তাদের অনেকের সঙ্গেই আমরা প্রথমবার কাজ করলাম। যেমন শ্রাবন্তী, সৌরসেনী, শ্রুতি সকলের সঙ্গেই আমরা এই প্রথমবার কাজ করলাম। এই ছবিতে বেশ কয়েকজন কবি-সাহিত্যিককে আমরা পেয়েছি অভিনেতা হিসেবে। যেমন প্রথমবার এই ছবিতে অভিনয় করেছেন কবি জয় গোস্বামী।”
জয় ছাড়াও ছবিতে থাকছেন প্রচেত গুপ্ত, স্মরণজিৎ চক্রবর্তী ও তিলোত্তমা মজুমদার।
আরও পড়ুন: আবারও একসঙ্গে জন-অক্ষয়?
গৌরব জানালেন, “শিবুদা নন্দিতাদির সঙ্গে কে না কাজ করতে চায়! যখন অফার এল, তখনও জানতাম না আমার চরিত্রটা এত গুরুত্বপূর্ণ হবে। খুব সুন্দর গল্প। আমার নিজের খুব সুন্দর কিছু দৃশ্য আছে যেগুলো করে খুব ভালো লেগেছে।”
সৌরসেনী ছবিতে রয়েছেন গৌরবের বিপরীতে। তিনি জানালেন, “এত সুন্দর একটা পারিবারিক পরিবেশে কাজ হয়েছে যে প্রতিদিন মনে হতো কখন রেডি হয়ে শুটিংয়ে পৌঁছব। কিছু ছবির শুটিং মনে থেকে যায়, এটাও তেমনই একটা ছবি। আর রাখী গুলজারের মতো লিভিং লেজেন্ডের সঙ্গে এক ফ্লোরে দাঁড়িয়ে কাজ করাই বিশাল ব্যাপার। এছাড়া শিবুদা এই ছবিতে নিজেকেই ছাপিয়ে গেছে। গৌরব আর আমার প্রথমবার জুটি হিসেবে কাজ, এটাও এই ছবির একটা নতুন ব্যাপার।”
আরও পড়ুন: নারীর মানসিক দৃঢ়তাকে শ্রদ্ধাঞ্জলি
শ্রাবন্তী রয়েছেন ছবির এক বিশেষ চরিত্রে। তিনি জানালেন, “রাখীজি আমার বাবা-মায়ের খুব পছন্দের অভিনেত্রী। যখন জানলাম তাঁর সঙ্গে কাজ করতে হবে তখন বেশ টেনশন হয়েছিল প্রথমে। কিন্তু যখন ফ্লোরে গেলাম, মনে হলো আমার পরিবারের একজনই যেন। ছবিতে আমার অভিনীত চরিত্রের নাম মৌসুমী। শিবুদা-নন্দিতাদি আমাকে এই চরিত্রে ভেবেছেন এটা আমার কাছে খুব বড় ব্যাপার।”
৯ মে মুক্তি পেতে চলেছে ‘আমার বস’।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়