মনুষ্যত্বের থেকেও কি গোত্র বড়? মুক্তি পেল ট্রেলার
কলকাতা: গোবিন্দধামের মাসিমা মুক্তিদেবী। তারেক আলি ও ঝুমাকে নিয়ে তাঁর সংসার। মুক্তিদেবীর ছেলে অনির্বাণ কাজের সূত্রে দেশের বাইরে, তাই তাঁর দেখভাল করার জন্য বাড়ির কেয়ারটেকার হিসেবে নিযুক্ত হয় তারেক। একাধিক অপরাধে ন’বছর জেল খাটা তারেককে গড়ে পিঠে মানুষ করে নিতে চান দাপুটে মাসিমা। গোবিন্দধামের মালকিনের অত্যাচারে তারেকের জীবন অতিষ্ট হয়ে উঠলেও কোথাও গিয়ে যেন সেও জড়িয়ে যায় মাসিমার সঙ্গে, এবং ঝুমার সঙ্গেও। কিন্তু সমাজ কি মেনে নেবে মাসিমা ও তারেকের মধ্যে গড়ে ওঠা ভিন্ন গোত্রের এই আত্মীয়তাকে?
এমনই এক ভরপুর পারিবারিক কাহিনীর আবহ নিয়ে আজ মুক্তি পেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘গোত্র’ ছবির ট্রেলার। ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার, নাইজেল আকারা, মানালি দে, খরাজ মুখোপাধ্যায়, বাদশা মৈত্র ও অম্বরিশ ভট্টাচার্য। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মাসিমা হিটলার’ গানটিতে দেখা যাবে বিশ্বনাথ বসুকেও। পরিচালকদ্বয় ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।
শিবপ্রসাদ জানালেন, “প্রতিবছর আমরা একটা করে ছবি করে থাকি। এ বছর একটু ব্যতিক্রম ঘটেছে, তাই ‘কণ্ঠ’র পরে এবার ‘গোত্র’ নিয়ে আসছি আমরা।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
ছবির গল্প প্রসঙ্গে শিবপ্রসাদ জানালেন যে গোবিন্দধামের মাসিমার চরিত্রটি তাঁর নিজের মাকে দেখে লেখা। সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও পুজো আচ্চা বা আচার বিচারের সময় তিনিই আবার নানান নিয়ম কানুন মানতে বাধ্য করেন সকলকে। এমনকি বাড়িতে তাঁর দেখাশোনা করতে আসা পরিচারকদেরও তিনি পড়াশোনা করিয়ে ছাড়েন। এমনই সব অভিনব চারিত্রিক গুণ নিয়ে গড়ে উঠেছে মুক্তিদেবীর চরিত্রটি।
নন্দিতা জানালেন, “এই ছবিটা অনেকদিন ধরেই করার ইচ্ছে ছিল। শিবুর মাকে আমিও মা বলি। ওঁকে দেখেই এই চরিত্রটা লেখা। এরকম ব্যক্তিত্বসম্পন্ন মহিলা আমি আর কখনও দেখিনি। সেই মাকে উৎসর্গ করেই আমাদের এই ছবি।”
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
মুক্তিদেবীর চরিত্রে দেখা যাবে অনসূয়াকে। “শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে কাজ করে আমি যে কী আনন্দ পেয়েছি তা বলে বোঝাতে পারব না। এই ছবিতে কাজ করতে গিয়ে এমন একটা পরিবার পেয়েছি যা আমাকে সমৃদ্ধ করেছে,” বললেন অনসূয়া।
ছবির অন্যতম মুখ্য চরিত্র তারেকের ভূমিকায় অভিনয় করছেন নাইজেল। জানালেন, “শিবুদা ও নন্দিতাদির হাত ধরেই আমার এই ইন্ডাস্ট্রিতে আসা। ‘মুক্তধারা’ আমাকে পরিচিতি দিয়েছে ও সমাজের মূল স্রোতে ফিরে আসতে সাহায্য করেছে। তাই ‘মুক্তধারা’র পর থেকেই অপেক্ষা করেছিলাম কবে আবার ওরা আমাকে ডাকবে। খুব আনন্দের সঙ্গে কাজ করেছি পুরো ছবি জুড়েই। তাছাড়া ‘মুক্তধারা’ থেকে শুরু করে যে সমস্ত ছবিতে আমি কাজ করেছি সেখানে কোথাও আমার কোনও নায়িকা ছিল না। এই প্রথম আমারও একজন নায়িকা রয়েছে।”
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
নাইজেলের সঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব হয়ে গেছে, বললেন মানালি। তাঁর কথায়, “অনসূয়াদি তো বহুকালের চেনা। আর শিবুদা ও নন্দিতাদির সঙ্গে কাজ করা পুরোটাই একটা শেখার পদ্ধতি। তাই সব মিলিয়ে খুব ভালো লেগেছে, আশা করি দর্শক আমাদের রসায়নটা পছন্দ করবেন।”
ছবিতে সুরকারের দায়িত্ব সামলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁর কথায় ও সুরে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়। তবে সম্বলপুরী ‘রঙ্গবতী’ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী ও সুরজিৎ নিজে।
জন্মাষ্টমীতে মুক্তি পাচ্ছে ‘গোত্র’।
ছবি: অর্ক গোস্বামী