আবারও ফিরছে আবীর-ধ্রুব জুটি?
RBN Web Desk: দুটো ছবি, দুটোই সুপারহিট। গত বছর ‘গুপ্তধনের সন্ধানে’র পর ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ এখনও পর্যন্ত এ বছরের অন্যতম সফল ছবি। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই দুটি ছবিতে ইতিবাসবিদ সোনাদার চরিত্রে আবীর চট্টোপাধ্যায়কে ভালো লেগেছে আট থেকে আশি সবারই। আবীর ছাড়াও এই দুটি ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী।
সূত্রের দাবী, সেপ্টেম্বর থেকে তাঁর নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন ধ্রুব, আর এই ছবিতে আবারও দেখা যাবে আবীরকে। তবে ‘গুপ্তধন’ সিরিজ়ের ছবি নয় এটি।
ছবির গল্প নিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু ভেঙে বলতে চাইলেন না পরিচালক। তবে রেডিওবাংলানেট-কে ধ্রুব জানিয়েছেন যে এই গল্পটি তাঁর ‘গুপ্তধনের সন্ধানে’রও আগে ভাবা হয়ে গিয়েছিল।
সাইকো থ্রিলারে প্লেব্যাক করলেন ঋতুপর্ণা, শ্রীলা
শোনা যাচ্ছে যে ধ্রুবর পরবর্তী ছবি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। সম্ভবত একটি জনমানবহীন দ্বীপে কয়েকজন আটকে পড়া মানুষের গল্প নিয়ে তৈরি হবে এই ছবি। বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এই ছবিতে।
তবে আবীর-ধ্রুব জুটি আবারও ফিরছে কি না, সেটা বোঝা যাবে আর কয়েকদিনের মধ্যেই।
ছবি: অর্ক গোস্বামী