সোমনাথের চোখে জল, মাথায় এল ‘ভিঞ্চিদা’র গল্প: রুদ্রনীল
কলকাতা: প্রথমবার ছবির জন্য গল্প লিখলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর মূল কাহিনীর ওপর ভিত্তি করেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন পরবর্তী ছবি ‘ভিঞ্চিদা’। রুদ্রনীল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও ঋদ্ধি সেন।
কি ভাবে পেলেন এই কাহিনী লেখার অনুপ্রেরণা?
সংবাদমাধ্যমকে রুদ্রনীল জানালেন, “বছর দুয়েক আগে একটি বাংলা ছবিতে অভিনয় করছিলাম আমি। টালিগঞ্জের অন্যতম প্রতিভাবান মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু আমার একটা প্রস্থেটিক মেকআপ করেছিল। সেই মেকআপের দৌলতে আমাকে দেখতে এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে পরিচালক সেই দৃশ্যের চিত্রগ্রহণই করেননি। কারণ ওই দৃশ্যটা থাকলে ছবিটাকে সেন্সর বোর্ড ‘এ’ সার্টিফিকেট দিয়ে দিত। সেই প্রস্থেটিক করতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছিল সোমনাথের, তুলতেও লেগেছিল প্রায় আড়াই ঘণ্টা। ‘দৃশ্যটা যদি নাই রাখবে, তাহলে এত খেটে মেকআপটা করার কি দরকার ছিল,’ বলেছিল সোমনাথ। সেদিন ওই প্রস্থেটিক তোলার সময় সোমনাথের চোখে জল দেখেছিলাম।”
দোলের দিন আর নয় বসন্ত উৎসব, সিদ্ধান্ত বিশ্বভারতীর
সেদিনের সেই ঘটনা থেকেই এই ছবির গল্প লেখার প্রেরণা পান বলে জানালেন রুদ্রনীল। গল্পটা শোনার পর সৃজিত আরও কিছু উপাদান যোগ করেন এতে। লেখা হয় চিত্রনাট্য। শেষ পর্যন্ত একটা থ্রিলারের আকার নেয় ‘ভিঞ্চিদা’।
ছবি প্রসঙ্গে বলতে গিয়ে রুদ্রনীল আরও বললেন, “একটা সময়ে যারা শুধু গাড়ি চড়ে ঘুরত, তাদের নিয়েই ছবি হত। কিন্তু যারা আসলে মাটির কাছাকাছি থাকে, তাদের নিয়েও এখন ছবি হচ্ছে। একজন মেকআপ আর্টিস্টের মত আপাত সাধারণ মানুষও অসাধ্য সাধন করার ক্ষমতা রাখেন। নিজে সাধারণ থেকেও কাউকে অসাধারণ বানাতে পারেন। তাদের অভিসন্ধি বদলে গেলে কি হতে পারে, সেটা নিয়েই এই ছবির গল্প।“
১২ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘ভিঞ্চিদা’।