সাহেব, দুর্গাকে নিয়ে নতুন ছবি শুরু করলেন পার্থসারথি
কলকাতা: সাহেব ভট্টাচার্য ও দুর্গা সাঁতরাকে নিয়ে তাঁর নতুন ছবি ‘ভোরের পাখি’র শুটিং শুরু করলেন পরিচালক পার্থসারথি জোয়ারদার। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও রাজেশ শর্মা। গতকাল দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে প্রথম দিনের শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন তাঁরা।
ফ্লোরে পৌঁছে দেখা গেল ফ্রেন্ডস গ্যারেজের সামনে হাজির রাজেশ ও পরাণ। আকাশ নামের কাউকে খুঁজতে এসেছেন তাঁরা। যাকে খুঁজছেন সেই আকাশ আবার গ্যারেজের বাকি কর্মীদের খুব কাছের মানুষ। নানাভাবে জেরা কর সত্বেও তারা কিছুতেই আকাশের ঠিকানা বলে না। অগত্যা বিরক্ত হয়ে বেরিয়ে যান দুজনে। গোটা দুয়েক শটে টেক হয়ে গেল দৃশ্যটি।
সেটের বাইরে এসে পরাণ জানালেন, “পাখি নামে একটি মেয়েকে নিয়ে এই ছবির গল্প। আমি সেই মেয়েটির দাদু। ছোটরা যখন একা-একা পথ চলে তখন দূর থেকে দেখে প্রবীণরাই পথনির্দেশ দিয়ে দেন। তাদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সাবধানও করে দেন। এখানেও সেভাবেই আমি আমার নাতনিকে তার মামা-মামীর হাত থেকে রক্ষা করে তাকে সঠিক পাত্রের হাতে তুলে দেব।”
এই ছবিতে পাখির মামার চরিত্রে অভিনয় করছেন রাজেশ।
আরও পড়ুন: মুক্তি পেল ‘ব্যাড ট্রিপ’-এর তৃতীয় মিউজ়িক ভিডিও
“এটা আমার একুশ নম্বর ছবি,” জানালেন পার্থসারথি। “আমার সব ছবিতেই যেমন নতুন বিষয় থাকে তেমন এবারের ছবিটি একটি রোম্যান্টিক কমেডি। ভোরের পাখি বলতেই একটা ভালালাগার ছবি চোখে ভেসে ওঠে, এটাও ঠিক তেমনই আনন্দ দেবে মানুষকে। আসলে বর্তমানে মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক নানারকম সমস্যায় জর্জরিত। তাই এমন একটা ছবি করার চেষ্টা করছি যেটা দেখে তাঁরা আনন্দ পেতে পারেন। ‘ভোরের পাখি’ রোমান্টিক কমেডি ঘরানার ছবি।”
ছবির কাহিনী পাখি (দুর্গা) নামের একটি মেয়েকে নিয়ে যে শৈশবে তার বাবা-মাকে হারিয়ে মামা ও মামীর কাছে মানুষ হয়েছে। পাখি গ্যারেজ কর্মচারী আকাশকে (সাহেব) বিয়ে করতে চায়। অথচ তার মামা তাকে নিজের শ্যালকের সঙ্গে বিয়ে দিতে চান। এইসময় লন্ডন থেকে এসে হাজির হন পাখির দাদু। পাখি তাকে জানায় আকাশ একজন ইঞ্জিনিয়ার। অথচ পাখির মামা বলে আকাশ একজন সাধারণ গাড়ির মেকানিক। এই অবস্থায় দাদু কীভাবে সত্য খুঁজে বার করেন, তাই নিয়েই মজার মোড়কে এগোবে ছবির গল্প।
আরও পড়ুন: লুকোনো আয়নায় নিজেকে চেনার প্রয়াস, মঞ্চস্থ হলো ‘প্রতিবিম্ব’
ছবির বিষয় নিয়ে উচ্ছসিত দুর্গা জানালেন, “বরাবর চেয়ে এসেছি কোনও ছবির নাম ভূমিকায় থাকতে। এই প্রথমবার সেই সুযোগটা পেলাম। পুরো গল্পটাই আমার অভিনীত চরিত্রটিকে ঘিরে। এছাড়া ছবিতে অনেক সিনিয়র অভিনেতারা রয়েছেন, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার।”
ছবিতে পাখির মামীর ভূমিকায় অভিনয় করেছেন সোনালী চৌধুরী। এছাড়াও থাকছেন বিশ্বনাথ বসু ও বিশ্বজিত চক্রবর্তী।
আরও পড়ুন: তৃতীয় বর্ষে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব
শট দেওয়ার পর ছবির চরিত্র অনুযায়ী উস্কোখুস্কো চুলের সাহেব জানালেন, “পার্থদার সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। খুব মজা লাগছে কাজ করতে। ছবির কাস্ট দারুণ। পরাণদা, রাজেশদার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আর ছবিতে আমার এই লুকটা পরে পাল্টে যবে কারণ গল্পটাই সেরকম। তাই সব মিলিয়ে ভালো লাগছে আকাশের চরিত্রটা করতে।”
কলকাতা ছাড়াও ব্যাংককে হবে ‘ভোরের পাখি’র শুটিং।