বুদ্ধদেব গুহর ছোট গল্প এবার বড় পর্দায়
RBN Web Desk: বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ নিয়ে ছবি করতে চলেছেন ব্রাত্য বসু। প্রায় এক দশক পর আবার ছবি পরিচালনায় ফিরছেন ব্রাত্য। তাঁর শেষ পরিচালিত ছবি ‘তারা’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। ব্রাত্য ছাড়াও সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পাওলি দাম।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, ব্রাত্যর নতুন ছবির নাম রাখা হয়েছে ‘ব্যবধান’। মূলত সম্পর্কে দূরত্ব নিয়ে তৈরী হচ্ছে এই ছবি। তবে ভবিষ্যতে এই নাম পাল্টানো হতে পারে। ছবির চিত্রনাট্য লিখছেন ব্রাত্য ও উজ্জ্বল চট্টোপাধ্যায়। ‘ব্যবধান’-এর অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে পারেন আবির চট্টোপাধ্যায়। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকেও দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
আরও পড়ুন: গৌরবের বিপরীতে এবার সত্যবতী ইশা
এদিকে আজ মুক্তি পেয়েছে ব্রাত্য অভিনীত ছবি ‘বহমান’। অনুমিতা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে অন্যান্য কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অর্পিতা চট্টোপাধ্যায় ও সোহাগ সেন।