মুক্তি পেল ‘ব্যাড ট্রিপ’-এর তৃতীয় মিউজ়িক ভিডিও
RBN Web Desk: গতকাল মুক্তি পেল বাংলা ব্যান্ড ‘ব্যাড ট্রিপ’-এর মিউজ়িক ভিডিও ‘মেঘ খুঁজি’। এটি তাদের তৃতীয় মিউজ়িক ভিডিও। এই ভিডিওটির মুখ্য ভূমিকায় আছেন তনিকা বসু ও গানটির শিল্পী প্রাঞ্জল। সম্প্রতি একটি বাংলা ছবিতে সুরকার হিসেবে কাজ করেছেন প্রাঞ্জল দাস।
ব্যান্ডের তরফে প্রাঞ্জল জানালেন “যেহেতু মানুষ এখন শুধু গান শোনেন না, গান দেখেনও, তাই সেটা মাথায় রেখেই এই ভিডিওটি তৈরী করা হয়েছে।” যদিও ‘ব্যাড ট্রিপ’ শুরু থেকেই প্রেম ভাঙার ও হতাশার গানই গেয়ে এসেছে, তবু এবার প্রথম একটি সম্পূর্ণ প্রেমের গান শোনা যাবে প্রাঞ্জলের গলায়।
আরও পড়ুন: বিক্রির মুখে মৃণাল সেনের পদ্মপুকুরের ফ্ল্যাট
‘মেঘ খুঁজি’ আগাগোড়াই একটি প্রেমের গান। প্রেম হওয়ার সময় দুটো মানুষ যে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যায় সেই অনুভূতিই উঠে আসে এই গানে। এর সঙ্গে ভিডিওটিতে প্রকৃতিকে নানাভাবে দেখানো হয়েছে। ‘ব্যাড ট্রিপ’-এর আশা, প্রেমের গানের সঙ্গে নদী, মাঠ, গাছপালা, প্রজাপতি ও পাখি নিয়ে শুট করা ভিডিওটি দেখতেও ভালো লাগবে দর্শকদের।