অরিন্দমের ছবিতে কাজে ফিরলেন কোয়েল
RBN Web Desk: অরিন্দম শীলের ছবির মাধ্যমে কাজে ফিরলেন কোয়েল মল্লিক। ছেলের জন্মের পর সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। অরিন্দমের ‘জঙ্গলে মিতিন মাসি’ ছবির জন্য ফের ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। এই ছবির নামভূমিকায় অভিনয় করছেন কোয়েল।
সুচিত্রা ভট্টাচার্যের ‘সারান্ডার শয়তান’ অবলম্বনে ‘জঙ্গলে মিতিন মাসি’ পরিচালনা করছেন অরিন্দম। বাঙালি পুরুষ গোয়েন্দাদের ভিড়ে বরাবরই স্বতন্ত্র মিতিনমাসি। ২০১৯ সালে জনপ্রিয় এই গোয়েন্দা সিরিজ়ের ‘হাতে মাত্র তিনটি দিন’ কাহিনি অবলম্বনে ‘মিতিন মাসি’ পরিচলনা করেছিলেন অরিন্দম। সেই ছবিতে পার্থমেসোর চরিত্রে অভিনয় করেছিলেন শুভ্রজিৎ মিত্র। এবারও একই চরিত্রে থাকছেন তিনি।
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
সম্প্রতি আলিপুর সংশোধনাগারে একটি দৃশ্য শুট করলেন অরিন্দম ও কোয়েল।
পুজোয় মুক্তি পেতে চলেছে ‘জঙ্গলে মিতিন মাসি’।
ছবি: টুইটার