সেঞ্চুরি পেরলো ‘গোত্র’
কলকাতা: বক্স অফিসে ১০০ দিন পূর্ণ করল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘গোত্র’। এই উপলক্ষে আজ শহরের এক প্রেক্ষাগৃহে কেক কাটলেন নন্দিতা ও এই ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অনসূয়া মজুমদার, নাইজেল আকারা, মানালি দে, ওম সাহানী, দেবলীনা কুমার, বাদশা মৈত্র, ইমন চক্রবর্তী ও অন্যান্যরা। ২৩ আগস্ট মুক্তি পায় ‘গোত্র’।
ছবি ১০০ দিন পূর্ণ করায় উচ্ছ্বসিত মানালি। “‘গোত্র’ মুক্তির পর শহরের একাধিক প্রেক্ষাগৃহে গিয়েছি আমরা। দর্শক যে ভাবে ছবিটা গ্রহণ করেছে ধারণা করা যায় না। এত ভালোবাসা পেয়েছি তাঁদের কাছে যে সেটা মনে থাকবে চিরদিন,” বললেন তিনি।
এর আগে এ বছরেই মুক্তিপ্রাপ্ত শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘কণ্ঠ’ ১০০ দিনের ওপর চলেছে প্রেক্ষাগৃহে।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
“ছবিটা এতটা সফল হবে ভাবিনি,” বললেন অনসূয়া। এই ছবির কেন্দ্রীয় চরিত্র মুক্তিদেবীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। “এর পুরো কৃতিত্বই শিবু আর নন্দিতার। দারুণ সব বিষয় নিয়ে ছবি করে ওরা। ওদের সঙ্গে আবারও কাজ করার ইচ্ছে রইল।”
কলকাতা ছাড়াও মুম্বই, বেঙ্গালুরু ও অন্যান্য শহরে মুক্তি পেয়েছে ‘গোত্র’। সম্প্রতি বৃহত্তর লন্ডনের হ্যারোতে প্রদর্শিত হয়েছে ছবিটি।