পুজোর মুখেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ঘোষণা হলো মুক্তির তারিখ
RBN Web Desk: পুজোর মুখেই মুক্তি পেতে চলেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। প্রথমে মরুভূমি, তারপর হিমালয়ের চূড়া, এবার জঙ্গল। অবশেষে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের সন্তু-কাকাবাবু সিরিজ়ের তৃতীয় ছবি। ২০১৩ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ উপন্যাস অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করেছিলেন সৃজিত। এরপর ২০১৭ সালে এই সিরিজ়ের দ্বিতীয় ছবি ‘ইয়েতি অভিযান’ মুক্তি পায়। এই ছবিটি নির্মিত হয় ‘পাহাড়ডূড়ায় আতঙ্ক’ অবলম্বনে।
দুটি ছবিই বক্স অফিসে সাফল্য পায়। এরপরেই সৃজিত জানিয়েছিলেন যে সন্তু-কাকাবাবু সিরিজ়ের তৃতীয় ছবির কাজ চলছে। সেই ছবির মুক্তি নিয়ে দর্শকমহলে জল্পনা ছিল তুঙ্গে। শোনা যাচ্ছিল, ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি এই তৃতীয় ছবির নাম হতে চলেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। গতবছর নভেম্বরে মুক্তি পায় ছবির টিজ়ার। তবে ছবি মুক্তির কোনও নির্দিষ্ট তখনও জানানো হয়নি।
আরও পড়ুন: এই প্রথম কোনও স্বল্পদৈর্ঘ্যের ছবিতে পাওলি
‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ প্রায় পুরোটাই কেনিয়ার মাসাইমারায় পটভূমিতে। মূল গল্পটাও এই জঙ্গলের পটভূমিতেই লেখা। গল্পে আছে সন্তু ও কাকাবাবু জিপ থেকে নেমে এই জঙ্গলে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে। কিন্তু সে দেশের সরকার কোনও গেম রিজ়ার্ভেই গাড়ি থেকে নামার অনুমতি দেয় না বলে পিছিয়ে গিয়েছিল ছবির শুটিং।
এরপর করোনা অতিমারীর কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়।
‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এ নামভূমিকায় ফের থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সন্তুর ভূমিকায় থাকছেন আরিয়ান ভৌমিক। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী ও আলোন্সো গ্রান্ডিওর মতো অভিনেতারা।
আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।