তৃতীয় বর্ষে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব
RBN Web Desk: বাংলা ছবি প্রসারের লক্ষ্যে হায়দরাবাদ বাঙালি সমিতি, মুভিং ইমেজেস ও তেলেঙ্গানা সরকারের সংস্কৃতি ও পর্যটন বিভাগ যৌথভাবে আয়োজন করতে চলেছে তৃতীয় তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব। পূর্ণদৈর্ঘ্যের ছবির পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যের ছবিও দেখানো হবে এই উৎসবে।
এ বছর যে এগারোটি ছবি দেখানো হবে সেগুলি হলো ‘পূর্ব পশ্চিম দক্ষিণ (উত্তর আসবেই)’, ‘সহবাসে’, ‘বহমান’, ‘কলকাতায় কোহিনূর’, ‘সামসারা’, ‘হৃদমাঝারে’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, ‘নির্বাণ’, ‘ঘরে বাইরে আজ’, ‘মিতিন মাসি’ ও ‘আমি জয় চ্যাটার্জী’। এছাড়াও রয়েছে তিনটি বিদেশী ছবি ‘বাই দ্য গ্রেস অফ গড’, ‘লাভলেস’ ও ‘ওড টু মাই ফাদার’। স্বল্পদৈর্ঘ্যের ছবিগুলির মধ্যে থাকছে ‘দ্য সিক্সথ এলিমেন্ট’, ‘বিয়ন্ড ড্রিমস’, ‘ক্যানভাস’, ‘হাউ টু বিকাম এ রেপিস্ট’, ‘ভারাম’, ‘চোর’, ‘পকেটমার’ এবং ‘ভানুসিংহ’।
আরও পড়ুন: এবার একই সঙ্গে বড় পর্দায় অপু ও শঙ্কর
উৎসবে উপস্থিত থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায় রাখী গুলজার, সোহাগ সেন, অপর্ণা সেন, অনির্বাণ ভট্টাচার্য, তুহিনা দাস, অরিন্দম শীল, আবীর চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, শিলাদিত্য মৌলিক, অনুরাধা মুখোপাধ্যায়, অনুমিতা দাশগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ ও প্রদীপ্ত ভট্টাচার্যর মতো ব্যক্তিত্বরা।
হায়দরাবাদে এই উৎসব চলবে ৬ থেকে ৮ ডিসেম্বর।