হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অর্জুন চক্রবর্তী
RBN Web Desk: আবারও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। তবে বাংলা নয় হিন্দিতে। গতমসাসেই মুক্তি পেয়েছে মানসী সিংহ পরিচালিত ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ মাসেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। এই ছবিতে রয়েছেন অর্জুন।
সূত্রের খবর, ইতিমধ্যে কলকাতাতেই ধারাবাহিকটির চারদিনের শুটিং হয়ে গেছে। অর্জুন উপস্থিত ছিলেন ধারাবাহিকের সেটে। শ্রুতি বিস্ত তাঁর বিপরীতে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। ধারাবাহিকের কাহিনিকার সাহানা দত্ত। কলকাতা ছাড়াও মুম্বইয়ে হবে শুটিং। তবে কলকাতাকে কেন্দ্র করেই এগোবে গল্প।
আরও পড়ুন: মুখোশ মানুষের টানাপোড়েন নিয়ে কর্পোরেট থ্রিলার
‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেছিলেন অর্জুন। একাধিক বাংলা ছবিতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করেছেন।
ছবি: RBN আর্কাইভ