ফেব্রুয়ারিতে বড়পর্দায় সৌরভ-সৌমিতৃষা, প্রকাশ্যে লুক
RBN Web Desk: এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন সৌরভ দাস (Sourav Das) ও সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ‘১০ই জুন’ নামক এই ছবির ঘোষণা হয়েছিল গতবছর। এবার প্রকাশ্যে এল তাঁদের লুক। আদ্যোপান্ত থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন রূপক চক্রবর্তী।
ছবিতে মিতালি নামের চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। একটি দিনের ঘটনা নিয়ে আবর্তিত হবে কাহিনি। ১০ জুন সকালে মিতালি বাড়িতে একা। বাবা-মা পূজো দিতে গেছেন। এমন সময় বেজে ওঠে কলিংবেল। মিতালি দরজা খুলতেই বন্দুক হাতে বাড়িতে ঢুকে পরে এক যুবক। পুলিশের হাত থেকে রক্ষা পেতে মিতালির বাড়িতে আশ্রয় চায় সে। এরপর কোনদিকে মোড় নেবে গল্প? তাই নিয়েই ‘১০ই জুন’।
আরও পড়ুন: রক্তস্রোতের সঙ্গে মিশল স্যাটায়ার
পরিচালকের দাবি, শুধু থ্রিলার নয়, প্রেমের গল্পও থাকছে এ ছবিতে। কলকাতা ছাড়াও উত্তরবঙ্গে হয়েছে শুটিং।
ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমি দাস।
২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘১০ই জুন’।