শেষ যাত্রায় উপেক্ষিত চিন্ময় রায়
কলকাতা: তাঁর শেষ যাত্রায় উপেক্ষিতই রইলেন চিন্ময় রায়। রবিবার রাতে প্রয়াত হন বাংলা ছবির জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘ অভিনয় জীবনে তিনি কাজ করেছিলেন সত্যজিৎ রায়, তপন সিনহা ও তরুণ মজুমদারের মত খ্যাতনামা পরিচালকদের সঙ্গে।
গতকাল চিন্ময়ের মরদেহ কিছুক্ষণের জন্য রাখা হয় নন্দন চত্বরে। আর্টিস্ট ফোরামের সম্পাদক, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় ছাড়া টালিগঞ্জ স্টুডিয়োপাড়ার আর কোনও পরিচিত মুখকে দেখা যায়নি সেখানে। অভিযোগ, দীর্ঘদিন অসুস্থ ছিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় এই কমেডি অভিনেতা। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন একাধিকবার। কিন্তু তখনও প্রায় কেউই খবর নেননি। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেও তাঁর সঙ্গে দেখা করতে আসেননি টালিগঞ্জের কেউই।
ফের জুটি বাঁধছেন সৃজিত-সুমন
তবে বরিষ্ঠ অভিনেতাদের ভুলে থাকার ট্র্যাডিশন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। এর আগে তুলসী চক্রবর্তী, জহর রায়ের মত কিংবদন্তী অভিনেতাদের শেষ যাত্রার সময়ও দেখা যায়নি প্রায় কাউকেই।