মুখে কথা নেই, হত্যাকারীর চরিত্রে অনির্বাণ

RBN Web Desk: গোয়েন্দার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এমনকি জনপ্রিয় গোয়েন্দার ভূমিকাতেও দেখা গেছে তাঁকে। এবার তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি‘ ছবিতে এক হত্যাকারীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তির সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অনির্বাণ।

‘ভটভটি’তে অনির্বাণের অভিনীত চরিত্রের নাম বাঘা। সে কথা বলতে পারে না। “একজন অভিনেতার মুখ থেকে যদি সংলাপ কেড়ে নেওয়া হয়—তাকে বলা হয় খুব বেশি এক্সপ্রেশন দেওয়া যাবে না—তাহলে তার আর বিশেষ কিছু করার থাকে কি? তবে এই কারণেই আমার কাছে চরিত্রটা আলাদাভাবে চ্যালেঞ্জিং মনে হয়েছে। যেটা সবসময়েই করছি, সেটা নিয়ে তো আর ভাবতে হয় না। বাঘাকে নিয়ে অনেক ভাবতে হয়েছে। তথাগতর সঙ্গে বারবার কথা বলেছি ব্যাপারটা নিয়ে। আমার চরিত্রটা ভালো লেগেছে কারণ এখানে এমন অনেক কিছু করেছি যা আমি আগে করিনি,” বললেন অনির্বাণ।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ছবিতে দু’ধরণের প্রাণী দেখা যাবে। এক, জলের প্রাণী আর দুই, ডাঙার। এর মধ্যে বাঘা কোনদিকে? 

“জলের প্রাণী হলো জলপরী ও তার দলবল,” জানালেন অনির্বাণ। “সেই জলপরীর দল কি রূপকথার নাকি তারা বাস্তবেও আছে? আসলে এই ব্যাপারটা ছবিতেও কিছুটা গুলিয়ে দেওয়া হয়েছে, যাতে দর্শক ভাবার অবকাশ পায়। তবে যারা ডাঙায় থাকে তাদের জীবনে অনেক কষ্ট অনেক লড়াই থাকলেও কিছু রূপকথা থাকেই। যারা জলের মানুষ, তারা কীভাবে থাকে বা তাদের জীবনে আদৌ কোনও রূপকথা আছে কিনা সেটা নিয়েই গল্পটা। তাই বাঘা এদের মধ্যে কোনদিকে সেটা এখনই বলা যাবে না।”



ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায় ও দেবলীনা দত্ত।

শুটিংয়ের সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ শট দিতে হয়েছে বলে জানালেন অনির্বাণ। “আমাকে দিয়ে অসম্ভব কিছু কাজ করিয়েছে তথাগত। বাঘার খুন করার একটা বিশেষ পদ্ধতি আছে, যেটা ছবি দেখলে জানা হবে। খুব ঠান্ডা মাথায় সে খুন করে। এটা ট্রেলারে ইচ্ছে করেই রাখা হয়নি,” বললেন অনির্বাণ।

কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা? অনির্বাণ জানালেন, “একদিন তথাগত একটা শুকনো নদীর ওপর রেলব্রিজে নিয়ে গিয়ে বলল, তুমি এখানে দাঁড়াবে, ট্রেন এলে আমি শট নেব। একটা ন্যাড়া ব্রিজ, সেখানে আমি দাঁড়িয়ে আছি, ধরার কিছু নেই। পিছন দিয়ে ফুল স্পিডে ট্রেন যাচ্ছে। সেই শটটা কীভাবে দিয়েছি আমিও জানি না। ওই সময় আসলে সবটাই হয়ে যায়, যেটা পরে ঠান্ডা মাথায় ভাবলে মনে হয় পারব না।”

আরও পড়ুন: সিনেমার মতোই ছিল যে জীবন

এছাড়াও একটি ওভারব্রিজের শটে দৌড়ে আসতে গিয়ে পড়ে গিয়েছিলেন অনির্বাণ। তবে তাতেও শট থামেনি বলে জানালেন তিনি। “ঋষভের সঙ্গে সাত মিনিটের একটা মারামারির শট আছে। সেটা টানা শুট করা হয়েছে। কোনও কোরিওগ্রাফি ছিল না। ক্যামেরা চলছে আর আমরা যে যেভাবে পারি অপরকে মেরে যাচ্ছি। কুয়ো থেকে বালতি তুলে মারা থেকে পিঠে চেয়ার ভেঙে দেওয়া সবই হয়েছে। ওটা কিন্তু সাজানো মারপিট নয়। অতক্ষণের দৃশ্যে নিজেদের ওপর কন্ট্রোল রাখা যায় না,” হেসে বললেন ‘একেনবাবু’।

আগামী দিনেও এরকম চরিত্র পেলে তিনি অবশ্যই করতে আগ্রহী হবেন বলে জানালেন অনির্বাণ। 

১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ভটভটি’।

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *